কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লন্ডনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের সঙ্গে জয়া আহসান

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১২:১১
আপডেট: ৩১ মে ২০১৯, ১২:১১

(প্রিয়.কম) বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে আমন্ত্রণ জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি যে বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানকেও আমন্ত্রণ জানিয়েছে এটা জানা ছিল না প্রায় কারোরই।

বিশ্বকাপ মঞ্চে ক্রিকেটের আইকন রাজ্জাকের সঙ্গে তাই সেলেব্রেটি আইকন জয়াকে দেখা ছিল একটা চমকের ব্যাপার।

লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনের রাস্তা ‘দ্য মলে’ অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অংশগ্রহণকারী ১০টি দেশের ক্রিকেট ও সেলেব্রেটি আইকনদের দেখা মেলে। বাইশ গজের যুদ্ধ শুরুর আগে এই অনুষ্ঠান ছিল অত্যন্ত চমকপ্রদ। অন্যান্যদের সঙ্গে আলো ছড়িয়েছেন বাংলাদেশের দুই তারকাও।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে বেশ আনন্দিত জয়া আহসান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন তারকাদের সঙ্গে আড্ডা দিয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ছবিও তুলেছেন তাদের সঙ্গে। ছবিগুলো পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। বোঝা যাচ্ছে, অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছেন তিনি।

চলুন ছবিতে দেখে নেওয়া যাক বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের সঙ্গে জয়া আহসান-

ইয়োহান ব্লেক, স্যার ভিভিয়ান রিচার্ডস ও ফারহান আখতারের সঙ্গে আড্ডায় জয়া আহসান। ছবি: ফেসবুক
বলিউড তারকা ফারহান আখতারের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক
নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক
স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক
আইসিসি কর্তৃক আমন্ত্রিত এশিয়ার তিন তারকা নারীর সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক 
পিয়া জান্নাতুল ও আব্দুর রাজ্জাকের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক
আব্দুর রাজ্জাকের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক
সকালের নাস্তা করতে যাওয়ার সময় ব্রেট লি’র সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক

বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের দুজন তারকা প্রতিনিধির অংশগ্রহণে বুধবার ৬০ সেকেন্ডের স্ট্রিট ক্রিকেট চ্যালেঞ্জ গেমের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন জয়া ও রাজ্জাক। তবে অভিনেত্রী জয়া আহসান ওই ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জ গেমে কোনো রান করতে পারেননি। অন্যদিকে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২২ রান করেন।

প্রিয় খেলা/রুহুল