কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্টের নয়, অফিসে সন্তানের ছবি রাখতে পারেন: জেলিনস্কি

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১৭:০৭
আপডেট: ২৯ মে ২০১৯, ১৭:০৭

(প্রিয়.কম) তিনি একজন অভিনেতা। অভিনয় করতেন প্রেসিডেন্ট চরিত্রে। নাম ভোলোদিমির জেলিনস্কি।

সম্প্রতি নির্বাচনে সবাইকে চমকে দিয়ে ঠিকই প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি। তবে ভোলোদিমির জেলিনস্কি বোধহয় এখানেই থেমে থাকতে চান না। ইউক্রেনের এই নবনিযুক্ত প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের শুরুতেই দৃষ্টি কেড়েছেন সারা দুনিয়ার মানুষদের।

দায়িত্ব গ্রহণের পরপরই সাফ জানিয়ে দিয়েছেন সরকারি-বেসরকারি অফিসে তার ছবি যেন না টানানো হয়। অভিষেক ভাষণে জেলিনস্কির কথা, ‘আপনাদের অফিসে আমি আমার ছবি দেখতে চাই না। প্রেসিডেন্ট কোনো আইকন নন, কোনো আইডল নন, নন কোনো প্রতিমা যে তার ছবি অফিসে টানিয়ে রাখতে হবে।’

‘বরং অফিসে আপনাদের সন্তানদের ছবি রাখুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের দিকে তাকান। নতুন প্রেসিডেন্টের এই বক্তব্য এরই মধ্যে দেশটির অনেকের হৃদয় জয় করেছে। প্রশংসা করছেন নেটিজেনরাও।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী