কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গফরগাঁও থানার পক্ষ থেকে বৃদ্ধা মাকে ঈদ উপহার হিসাবে শাড়িসহ ঈদ সামগ্রী দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ক্ষমা চেয়ে বৃদ্ধা মায়ের ভরণপোষণের দায়িত্ব নিলেন ৩ ছেলে

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১৫:১২
আপডেট: ২৮ মে ২০১৯, ১৫:১২

(প্রিয়.কম) ময়মনসিংহের গফরগাঁওয়ে উথুরী গ্রামে হাজেরা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মাকে মারধর করে খোলা আকাশের নিচে ফেলে রেখে গিয়েছিল পাষণ্ড ছেলেরা। পরবর্তীতে বৃদ্ধা মাকে থানা পুলিশ, গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় উথুরী গ্রাম থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

২৭ মে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উক্ত বৃদ্ধা মায়ের তিন ছেলে গফরগাঁও থানায় এসে বৃদ্ধা মায়ের কাছে ক্ষমা চেয়ে ভরণপোষণের দায়িত্ব নেন।

এসময় গফরগাঁও থানার পক্ষ থেকে বৃদ্ধা মাকে ঈদ উপহার হিসাবে নতুন শাড়িসহ ঈদ সামগ্রী দেওয়া হয়।

এদিকে অভিযোগের ভিত্তিতে বৃদ্ধার এক ছেলে ও নাতীকে গফরগাঁও থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত অন্য ছেলেরা গতকাল সোমবার রাতে থানায় উপস্থিত হয়ে বৃদ্ধা মায়ের কাছে ক্ষমা চেয়ে ভরণপোষণের দায়িত্ব নেওয়ার অঙ্গিকার করলে পুলিশ আটককৃত ছেলে ও নাতিকে ছেড়ে দেয়।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার বৃদ্ধা মা হাজেরা বেগমকে তার পাষণ্ড ছেলেরা খোলা আকাশের নিচে রাস্তায় ফেলে রাখে। পরে শনিবার বৃদ্ধা মাকে থানা পুলিশ, গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় উথুরী গ্রাম থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

প্রিয় সংবাদ/আশরাফ