কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ দেখবেন যেভাবে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১০:১৩
আপডেট: ২৮ মে ২০১৯, ১০:১৩

(প্রিয়.কম) ত্রিদেশীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ। মূল মঞ্চে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে মাশরাফিবাহিনী। যদিও পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

২৮ মে, মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি, মাছরাঙ্গা ও স্টার স্পোর্টস। এ ছাড়া  অনলাইনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল বিডি অ্যাপস।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মতো এই ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। এদিন পুরো সময়ই কার্ডিফের আকাশ মেঘে ঢাকা থাকার কথা রয়েছে। এ ছাড়াও হতে পারে বৃষ্টিপাতও।

ভারত অবশ্য আজকের ম্যাচের পরও প্রস্তুতির জন্য অনেক সময় পাবে। বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও কোহলিদের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর আগে ২ জুন প্রোটিয়াদের বিপক্ষেই প্রথম মাঠে নামবে বাংলাদেশ।

প্রিয় খেলা/আশরাফ