কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌরভ গাঙ্গুলি ও শচিন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপ: সেমিফাইনাল নিয়ে শচিনের ভবিষ্যদ্বাণী

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১৮:০৯
আপডেট: ২৪ মে ২০১৯, ১৮:০৯

(প্রিয়.কম) আর মাত্র ছয় দিনের অপেক্ষা। এর পরই মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। কিন্তু বিশ্বকাপের পর্দা ওঠার আগেই এবারের আসরের সম্ভাব্য সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

বিশ্বকাপের ১২তম আসর অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ বিশ্বকাপের এবারের আসরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। কিন্তু শচিন বেছে নিয়েছেন তিনটি দল। ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার মনে করেন, চতুর্থ দলটি হতে পারে বাকি সাত দলের মধ্যে যে কেউ। 

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শচিন বলেন, ‘বিশ্বকাপে এবারের আসরের সেমিফাইনালে খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ ছাড়া বাকি সাত দলের মধ্য থেকে যেকোনো একটি দল আসতে পারে।’

সেমিফাইনালে চতুর্থ দলটি নিয়ে তেমন কিছুই বলেননি শচিন। তার বিশ্বাস, বাকি সাত দল বাংলাদেশ, পাকিস্তান, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীঙ্কা ও আফগানিস্তানের মধ্য থেকে যেকোনো একটি সেমিতে খেলবে। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছেন তিনি।

পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার ব্যাখ্যায় শচিন বলেন, ‘পাকিস্তান হচ্ছে এমনই একটি দল, তারা যেকোনো সময় যেকোনো কিছু করার সামর্থ্য রাখে। আর নিউজিল্যান্ড বরাবরই আন্ডারডগ।’

এ সময় ভারতকে দলগতভাবে পারফর্ম করার তাগিদ দিয়েছেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ১০০ সেঞ্চুরি মালিক শচিন। তার ভাষ্য, ‘বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলটিকে সেমিফাইনালে দেখতে পাচ্ছি। তবে ভালো খেলার জন্য সম্মিলিতভাবে পারফর্ম করতে হবে। একজন ভালো খেলে বিশ্বকাপে ভালো করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড অবশ্যই সেই চার দলের একটি হবে। অস্ট্রেলিয়াও সেমিফাইনালে যাওয়ার জন্য কঠিন লড়াই করবে। তারাও যাবে শেষ পর্যন্ত। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরে আসায় দলটি আরও অনেক শক্তিশালী হয়েছে।’

প্রিয় খেলা/আজাদ চৌধুরী