কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও আসিফ আলী। ফাইল ছবি

শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১৬:৫৭
আপডেট: ২০ মে ২০১৯, ১৬:৫৭

(প্রিয়.কম) শেষ মুহূর্তে এসে বিশ্বকাপের স্কোয়াডে তিনটি পরিবর্তন করেছে পাকিস্তান। ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এ ছাড়া ডাকা হয়েছে ওয়াহাব রিয়াজ ও আসিফ আলীকে।

চমক দেখিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। ফর্মহীনতার কারণে সেখানে তখন জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। যদিও অভিজ্ঞতার বিচারে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে চাইছিলেন পাকিস্তানি সমর্থকরা। অবশেষে ইংল্যান্ডে চলমান সিরিজে আবিদ আলী, জুনায়েদ খান ও ফাহিম আশরাফের দুর্বল পারফর্ম্যান্স কপাল খুলে দিলো আমির, ওয়াহাব এবং আসিফ আলীর।

পূর্ব ঘোষিত স্কোয়াডে নাম থাকলে শেষ পর্যন্ত ইংল্যান্ডের টিকেট পাচ্ছেন না আবিদ আলী, জুনায়েদ খান ও ফাহিম আশরাফ।

বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড

সরফরাজ আহমেদ-(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন।

প্রিয় সংবাদ/রিমন