কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন কীভাবে জোকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেন জিতলেন নাদাল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১৩:৪৯
আপডেট: ২০ মে ২০১৯, ১৩:৪৯

(প্রিয়.কম) বছরের প্রথম শিরোপা হাতে তুললেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। ইতালির রোমে বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে ২-১ সেটে হারিয়ে ইতালিয়ান ওপেনের নবম শিরোপা জিতেছেন তিনি।

১৯ মে, রবিবার দুই ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে নবম ইতালিয়ান ওপেন শিরোপা জিতলেন নাদাল।

প্রথম সেটে জোকোভিচকে কোনো পাত্তাই দেননি লাল দুর্গের রাজা। সেট জিতে নেন ৬-০ গেমে। দ্বিতীয় সেটে অবশ্য ৬-৪ গেমে জিতে নেন জোকোভিচ। তবে ম্যাচ নির্ধারণী সেটে জোকোভিচ আবারও প্রথম সেটের মতো কোনো পাত্তাই পায়নি নাদালের কাছে। ওই সেটে তিনি ৬-১ গেমে হেরে যান।

মাস্টার্স ১০০০ সিরিজ ট্রফির দৌড়ে জোকোভিচকে ৩৪-৩৩ ব্যবধানে পেছনে ফেললেন নাদাল। এটা ছিল তার ৮১তম টুর্নামেন্ট জয়। রবিবারের আগ পর্যন্ত এই সংখ্যা ছিল সমানে সমানে। দুজনেই ৩৩টি করে মাস্টার্স ট্রফি জিতেছিলেন। জোকোভিচকে পেছনে ফেলে ফরাসী ওপেনের লক্ষ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন নাদাল।

এই নিয়ে ৫৪তম বার জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন নাদাল। নাদালের এটি ২৬তম জয়। স্প্যানিশ তারকার বিপক্ষে ক্যারিয়ারে হেড টু হেড রেকর্ডে অবশ্য ২৮-২৬ ব্যবধানে এগিয়ে থাকলেন জোকোভিচ। 

দেখুন ফাইনাল ম্যাচটির হাইলাইটস-

প্রিয় খেলা/আশরাফ/রুহুল