কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইনিংসের ১৩তম ওভারে ঘটে এই ঘটনা। ছবি: সংগৃহীত

ধোনি আউট ছিলেন নাকি নট আউট

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৯:৫৬
আপডেট: ১৩ মে ২০১৯, ০৯:৫৬

(প্রিয়.কম) ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্যে তখন ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। খেলা চলছিল ১৩তম ওভারের। হার্দিক পান্ডের করা ওভারের চতুর্থ বলটি উড়িয়ে মারতে চেয়েছিলেন ওয়াটসন। যদিও ব্যাটে ঠিকমতো লাগেনি। বলে চলে যায় ফাইন লেগে।

দ্রুতই সিঙ্গেল নিয়ে নেন ওয়াটসন-ধোনি। ফিল্ডার নন স্ট্রাইকে থ্রো করলে বোলার ধরতে পারেননি। এ সময় দ্বিতীয় রানের জন্য দৌড় দেন চেন্নাইয়ের দুই ব্যাটসম্যান। দ্বিতীয় রান নেওয়ার সময় ইশান কৃষাণের থ্রোতে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে যায়। খালি চোখে দেখা যাচ্ছিল ধোনি নট আউট।

মুম্বাইয়ের খেলোয়াড়দের আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্তটি। রিভিউ দেখে থার্ড আম্পায়ার নাইজেল লং শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেন। এই আউট নিয়েই সৃষ্টি হয় বিতর্কের। নেটিজেনদের একাংশ বলছে, বল যখন স্টাম্প ভাঙে ততক্ষণে ধোনির ব্যাট লাইনে ঢুকে গেছে।

যদিও ক্যামেরা অন্য এক অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে, ধোনির ব্যাট পুরোপুরি লাইনে ঢুকতে পারেনি। 

ধোনি সাজঘরে ফিরে গেলেও ওয়াটসন দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। তবে শেষ রক্ষা হয়নি। লাসিথ মালিঙ্গার শেষ ওভারে রুদ্ধশ্বাস বোলিংয়ে শেষ পর্যন্ত ১ রানে ম্যাচটি জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জেতার কীর্তি গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।

দেখুন ধোনির সেই বিতর্কিত আউট-

প্রিয় খেলা/আশরাফ