টিকে থাকার লড়াই হায়দরাবাদের, টস জিতে ফিল্ডিং দিল্লির
আইপিএলে শীর্ষে পৌঁছনো লক্ষ্য দিল্লি ক্যাপিটালসের। জিতলে প্লে অফেও পৌঁছে যাবে দিল্লি। অন্য দিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই সানরাইজার্স হায়দরাবাদের। আজ হেরে গেলেই ছিটকে যাবে তারা। এই অবস্থায় দুবাইয়ে মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ।
মঙ্গলবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁর দলের বোলিং বিভাগ শক্তিশালী। কাগিসো রাবাদা, আ্যানরিচ নরতিয়েদের সামলানোই বড় পরীক্ষা ডেভিড ওয়ার্নারদের। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন হায়দরাবাদের দুই ওপেনার ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি আজ প্রথম একাদশে এসেছেন। আর শুরু থেকেই তিনি দিল্লি বোলারদের আক্রমণ করতে থাকেন। ওয়ার্নারও নিজের চেনা ছন্দে ধরা দেন। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়ার পরে হায়দরাবাদ অধিনায়ক বলেছিলেন, প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগাচ্ছেন ওয়ার্নার। স্কোর বোর্ডে বড় রান তুলে দিল্লির উপরে চাপ বাড়ানোই লক্ষ্য হায়দরাবাদের। ৬ ওভারে হায়দরাবাদের রান বিনা উইকেটে ৭৭। ২৬ বলে ৫৪ রানে ব্যাট করছেন ওয়ার্নার। ১০ বলে ২২ রানে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান।