কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চার্জার লাইটে ২৪ স্বর্ণের বার, আটক চীনা নাগরিক

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১৩:৫৯
আপডেট: ০৮ মে ২০১৯, ১৩:৫৯

(প্রিয়.কম) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ এক চীনা নাগরিককে আটক করেছে কাস্টমস পুলিশ।

৮ মে, বুধবার সকাল ৭টা ১০ মিনিটে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আটক চীনা নাগরিকের নাম ফ্যান রুংগুই। তিনি চার্জার লাইটের ভেতরে করে স্বর্ণের বারগুলো নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন জানান, দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা চীনা নাগরিকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস পুলিশ। পরে তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করা হয়। সেখানে চার্জার লাইটের ভেতর ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের বারের ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

তিনি বলেন, আটক চীনা নাগরিক ২০১৮-১৯ সালে ৪৩ বার বাংলাদেশে যাওয়া-আসা করেছেন। তার পাসপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

চীনা নাগরিককে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে জানিয়ে নূর উদ্দিন মিলন জানান, ফ্যান রুংগুই এদেশে কার কাছে এসেছেন কিংবা কোনো ব্যবসার সঙ্গে জড়িত কিনা, তার গন্তব্য কোথায়- কোনো তথ্যই দিচ্ছেন না। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

প্রিয় সংবাদ/রুহুল