
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
বেনামে ইনস্টাগ্রাম চালান রণবীর, জানালেন প্রাক্তন প্রেমিকা
আপডেট: ০৭ মে ২০১৯, ১০:৫৪
(প্রিয়.কম) রণবীর কাপুর এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সুপারহিট সিনেমা উপহার দেওয়ার বিনিময়ে ঝুলিতে ভরেছেন সেরা অভিনেতার একাধিক পুরস্কার। অভিনয় ছাড়াও প্রেম, বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন রণবীর। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা এই অভিনেতা বছর খানিক আগে প্রেম করতেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। সম্প্রতি তার প্রাক্তন প্রেমিকা প্রকাশ্যে ফাঁস করলেন রণবীরের এক গোপন তথ্য।

আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’ এ অতিথি হয়ে আসেন ক্যাটরিনা। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কথা ওঠে। ক্যাটরিনাকে আরবাজ প্রশ্ন করেন, ‘তোমার কি কোনো অন্য অ্যাকাউন্ট আছে? যেটার মাধ্যমে তুমি অন্যদেরকে অনুসরণ করো?’ এই প্রশ্নতে ক্যাটরিনা চমকে ওঠেন। বলেন ‘না না একেবারেই না। তবে রণবীরের আছে। আমি জানি।’

এরপর ক্যাটরিনা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে সক্রিয় না হলেও বেনামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তার প্রাক্তন প্রেমিক রণবীরের। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে নাকি ক্যাটকে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং রণবীর। ক্যাটরিনা বলেন, ‘রণবীরই আমাকে ইনস্টাগ্রাম ব্যবহার করতে শিখিয়েছে।’

২০১৭ সালের এপ্রিলে ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন। আর তারপর থেকে এই তিন বছরে তার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ২১.৫ মিলিয়নে। কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমার শুটিং শেষ করলেন ক্যাটরিনা। আসন্ন ঈদ উপলক্ষে ৫ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফাতেহি, দিশা পাটানি ও সুনীল গ্রোভার। দেখে নিতে পারেন রণবীর সম্পর্কে ক্যাটরিনার ফাঁস করা তথ্যের ভিডিওটি-
সূত্র: পিঙ্কভিলা
প্রিয় বিনোদন/আশরাফ