ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

জাগো নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার কর্মী ও শিক্ষার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন (অভিবাসন) নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।


বিশেষ করে মিনিয়াপলিসে এক ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামে এক আমেরিকান নাগরিকের মৃত্যুর ঘটনাটি বিক্ষোভের অন্যতম কারণ।


মিনেসোটায় ৭ জানুয়ারি সকালবেলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গুডকে গাড়ির ভেতর বসা অবস্থায় গুলি করা হয় এবং পরে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।


স্থানীয় নেতারা ও অনেক বিক্ষোভকারী ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযানকে অযথা কঠোর বলে সমালোচনা করেছেন এবং মিনিয়াপলিসসহ অন্যান্য শহরে আইসিই-এর উপস্থিতি বন্ধ করার দাবি তুলেছেন। মিনেসোটা গভর্নর টিম ওলজ ও মিনিয়াপলিসের মেয়র জ্যাকোব ফ্রে আইসই-কে শহর থেকে বের করে দিতে আহ্বান করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও