কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেভিড ওয়ার্নারের সেলফিতে দুই আফগান তারকা মোহাম্মদ নবী ও রশিদ খান। ছবি: সংগৃহীত

মাঠে ‘ইনশাআল্লাহ, মাশাআল্লাহ’ বলে রশিদ খানকে উজ্জীবিত করেন ওয়ার্নার

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ২১:২৪
আপডেট: ০৩ মে ২০১৯, ২১:২৪

(প্রিয়.কম) বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা। যে ক্রিকেট ছাড়া এক মুহূর্তও চলে না, সেটা ছেড়ে এক বছর! অনুতপ্ত ডেভিড ওয়ার্নার যেন চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছিলেন। নিষেধাজ্ঞার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে খেলতে পারেননি তিনি, হারিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব।

নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলের দ্বাদশ আসর দিয়ে মাঠে ফিরেছেন ওয়ার্নার। কেবল তাই নয়, প্রত্যাবর্তন পর্বটা ভালোভাবে স্মরণীয় করে রেখে গেছেন বাঁহাতি এই ওপেনার। ১২ ম্যাচে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৬৯২ রান। এর মধ্যে রয়েছে আট হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। টুর্নামেন্টের এবারের আসরে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এখানেই শেষ নয়। মাঠের মধ্যে সতীর্থদের নানাভাবে উজ্জীবিত রাখার জন্য চেষ্টা করেছেন ওয়ার্নার। এমনটাই জানিয়েছেন হায়দরাবাদের আফগান স্পিনার স্পিনার রশিদ খান। তিনি জানান, মাঠেই ‘ইনশাআল্লাহ, মাশাআল্লাহ’ বলে তাকে উজ্জীবিত করতেন ওয়ার্নার।

আইপিএলের এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকলেও টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরতে হয়েছে ওয়ার্নারকে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে অস্ট্রেলিয়ায় ফিরেছেন ওয়ার্নার। সতীর্থের বিদায়ে তাকে শুভকামনা জানিয়েছেন রশিদ খান। এ সময় ওয়ার্নারের সঙ্গে নিজের স্মৃতিচারণও করেন এই আফগান স্পিনার।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ওয়ার্নারের সঙ্গে একটি ছবি পোস্ট করে রশিদ খান লেখেন, ‘তোমার যাত্রা নিরাপদ হোক। আমরা প্রত্যেকেই তোমাকে খুব মিস করছি। বিশেষ করে মাঠে আমাকে “মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহ” বলে উজ্জীবিত করার বিষয়টি ভীষণ মিস করব। খুব শীঘ্রই বিশ্বকাপের মঞ্চে দেখা হবে।’

হায়দরাবাদের কোচ টম মুডিও ওয়ার্নারের প্রশংসা করেছেন। শিষ্যের প্রশংসা করে মুডি লিখেছেন, ‘আইপিএলে ওয়ার্নারের আরেকটি দারুণ মৌসুম কাটল। দক্ষতাকে ছাপিয়ে এবারের মৌসুমে ওয়ার্নারের চরিত্র ও মানসিক দৃঢ়তা বেশি করে প্রকাশ পেয়েছে।’

উপভোগ করতে থাকা আইপিএল ছেড়ে দেশে ফেরার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে গেছেন ওয়ার্নার। ভারত ছাড়ার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান লেখেন, ‘পাশে থাকার জন্য সানরাইজার্স হায়দরাবাদের পরিবারকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কেবল এই মৌসুমের জন্য নয়, গত মৌসুমের জন্যও। দীর্ঘ প্রতীক্ষার পর ফিরতে পেরে আমি ভীষণ খুশি।’

প্রিয় খেলা/কামরুল