কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: এএফপি

ইনজুরিতে মাহমুদউল্লাহ রিয়াদ, লাগতে পারে অস্ত্রোপচার

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৯
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৯

(প্রিয়.কম) সাকিব আল হাসান-তামিম ইকবালদের মতো ঢাকঢোল পিটিয়ে তার আবির্ভাব হয়নি। পরিশ্রম আর ক্রিকেটীয় মেধা দিয়ে পরে নিজের জাতটা চিনিয়েছেন ঠিকই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে গত বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে তারকাখ্যাতিও পেয়েছেন। বলা হচ্ছে, বাংলাদেশ দলে ভরসার অন্য নাম মাহমুদউল্লাহ রিয়াদ

আগামী মে মাসেই মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে এই ওয়ানডে বিশ্বকাপেও স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা থাকবে মাহমুদউল্লাহর উপর। কিন্তু বিশ্বকাপের মাত্র দু মাস আগে বাংলাদেশ শিবির পেল দুঃসংবাদ। গুরুতর ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে কাঁধের চোটে পড়েন তিনি। এরপর তাৎক্ষণিকভাবে একটি এমআরআই করান মিস্টার কুল। সোমবার সেই রিপোর্ট হাতে পেয়েছে বোর্ড।

রিয়াদের চোটগ্রস্ত কাঁধের এমআরআই প্রতিবেদন বলছে, গ্রেড থ্রি মাত্রার চোটে ভুগছেন তিনি; যা থেকে সেরে উঠতে হলে সার্জারি অনেকটাই অনিবার্য। তবে বিসিবির চিকিৎসকরা আপাতত রিয়াদকে দিয়েছেন ১৫ দিনের বিশ্রাম। এই বিশ্রামে কোনো উন্নতি না হলে পরবর্তীতে অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আজ আমরা রিয়াদের এমআরআই রিপোর্ট হাতে পেয়েছি। কাঁধের পেশিতে গ্রেড থ্রি মাত্রার টান লেগেছে। আমরা তাকে ১৫ দিন বিশ্রাম দিয়েছি। এরপর আমরা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব।’

দেবাশিষ চৌধুরি আরও জানিয়েছেন, মুস্তাফিজুর রহমান যে চোটের অস্ত্রোপচার করিয়ে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন রিয়াদের চোটও অনেকটা সেরকম। তবে এটা পেসারদের জন্য ভয়াবহ হলেও বিসিবির এই চিকিৎসক আশা করছেন মাহমুদউল্লাহ দ্রুতই সেরে উঠবেন। তবু বিশ্বকাপকে সামনে রেখে মাহমুদউল্লাহ চোট জাগাচ্ছে দুশ্চিন্তা।

মাহমুদউল্লাহ রিয়াদও বলছেন, অস্ত্রোপচার করাতেই হবে। এ নিয়ে তার ভাষ্য, ‘এটা অনেকটা মুস্তাফিজের ইনজুরির মতো। বিশ্রামে যদি না সারে তাহলে আমাকে অপারেশন করাতেই হবে।’

প্রিয় খেলা/আশরাফ