কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনেক কাজে আসে হাড়ি-বাসন ধোয়ার সাধারণ স্পঞ্জ। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ২ এপ্রিল, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৮:৩৩
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৮:৩৩

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

ইদানিং কাঠের আসবাবপত্র যেমন জনপ্রিয়, এর পাশাপাশি ধাতব ফার্নিচারও জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সবধরনের আসবাবেরই একটি সমস্যা হলো, তা সরাতে গেলে মেঝেতে দাগ পড়ে যায়। মোজাইকের মেঝেতে খুব একটা চোখে না পড়লেও অনেক সময়ে আসবাবের পায়ার কারণে টাইলসের মেঝেতে আঁচড় বা দাগ পড়ে যায়, যা দূর করা যায় না সহজে।  আসবাবের পায়ার কারণে মেঝেতে যেন ক্ষতি না হয়, তার জন্য জেনে নিন একটি টিপস।

এক্ষেত্রে আপনার কাজে আসবে হাড়ি-বাসন ধোয়ার সাধারণ স্পঞ্জ। নতুন স্পঞ্জ টুকরো করে কেটে নিন। এরপর এই টুকরোগুলো আঠা দিয়ে আসবাবপত্রের পায়ার নিচে আটকে দিন। এতে আপনার মেঝে তো নিরাপদ থাকবেই। এর পাশাপাশি চেয়ার বা টেবিল টানার সময়ে শব্দটাও কম হবে। এমনকি কোনো চেয়ারের পায়াগুলো ছোটোবড় হলে সেগুলোকেও সমান করে নিতে পারেন এই উপায়ে।

প্রিয় লাইফ/আশরাফ