কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবারও ভক্ত-সমর্থকদের কাঠগড়ায় মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

যে কারণে টি-টোয়েন্টিতেও ধোনির এমন মন্থর ব্যাটিং

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭

(প্রিয়.কম) আবারও ভক্ত-সমর্থকদের কাঠগড়ায় মহেন্দ্র সিং ধোনি। সমালোচনার কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাবেক এই ভারতীয় অধিনায়কের মন্থর ব্যাটিং। গেল রবিবার বিশাখাপত্তনমে অজিদের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোর কার্ডে ১২৬ রান জমা করে বিরাট কোহলির দল। লক্ষ্য ছোট হলেও জয়ের স্বাদ পেতে শেষ বল পর্যন্তই অপেক্ষা করতে হয় অস্ট্রেলিয়াকে।

ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি আফসোস করে জানান, ‘আর কয়টা রান হলেই হতো!’ সেই রান না হওয়ার কারণ হিসেবে ৩৭ বলে ধোনির ২৯ রানের ইনিংসটিকে দুষছেন ভক্ত-সমর্থকরা। তবে সমালোচনার জবাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ধোনি। কিন্তু ধোনির হয়ে জবাব দিয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান ধোনি। ৩৭ বলে ১ ছক্কায় ধোনির ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১২৬ রানের সংগ্রহ পায় ভারত।

সমালোচকদের যুক্তি, ম্যাচে বেশ কয়েকটি সিঙ্গেল নেননি ধোনি। হয়তো সঙ্গীর ওপর ভরসা ছিল না তার। কিন্তু সিঙ্গেল না নিয়ে বড় শট তো খেলতে পারতেন, সেই চেষ্টা করেও সফল হননি ধোনি। পুরো ইনিংসে একটি মাত্র ছক্কা মেরেছেন, সেটাও একদম শেষ ওভারে।

ধোনির এমন মন্থর ব্যাটিং নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘এই উইকেটে স্লো স্ট্রাইক রেট থাকাটাই স্বাভাবিক। এই পিচে ব্যাটিং করা এবং স্কোর করা যেকোনো ব্যাটসম্যানের পক্ষেই কঠিন ছিল। বল অনেকটাই নিচু হয়ে আসছিল। ধোনি ঠিকমতো টাইমিং করতে পারছিলেন না।’

তিনি আরও বলেন, ‘ধোনি অবশ্যই বিশ্বমানের ফিনিশার। কিন্তু তাকেও ব্যাটের মাঝখান দিয়ে খেলতে অসুবিধায় পড়তে হয়েছে। আমার মনে হয়, উইকেটে থেকে স্ট্রাইক নিজের কাছে রাখার যে চেষ্টা ধোনি করেছিল, সেটা ঠিক ছিল। ও শেষ ওভারে একটা ছয় মেরেছে। তাতে বোঝা যায়, উইকেট কতটা কঠিন ছিল।’

ধোনিকে শান্ত রাখার জন্য বোলারদের প্রশংসাও করেন ম্যাক্সওয়েল। তার ভাষ্য, ‘সবাই জানে, ডেথ ওভারে ধোনি কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই ধোনিকে মারার মতো বল দেয়নি বোলাররা। ওরা দারুণ করেছে। শেষ কয়েকটা ওভারে ধোনিকে মাত্র একটা বাউন্ডারি মারতে দেওয়া মানে বোলাররা দারুণ সফল ছিল।’

প্রিয় খেলা/আজাদ চৌধুরী