
বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বিপিএলের খেলা উপভোগ করতে পারবেন জিটিভি ও মাছারাঙ্গা টেলিভিশনে। ছবি: সংগৃহীত
বিপিএলের খেলা সরাসরি দেখবেন যেভাবে
আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯, ১০:০১
(প্রিয়.কম) আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ৫ জানুয়ারি, শনিবার বেলা সাড়ে ১২টায় মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুধু দেশের মধ্যেই নয়, বাইরের দেশেও ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সম্প্রচার করা হবে বিপিএলের ষষ্ঠ আসর।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বিপিএলের খেলা উপভোগ করতে পারবেন জিটিভি ও মাছারাঙ্গা টেলিভিশনে। এ ছাড়াও অনলাইন পার্টনার র্যাবিটহোলের ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিপিএলের সবকটি ম্যাচ।
বিপিএলের গত আসর ভারতীয় কোনো চ্যানেল সম্প্রচার না করলেও এবার ভারতের ডি-স্পোর্টসে দেখা যাবে বিপিএলের ষষ্ঠ আসর। যুক্তরাজ্য ও ইউরোপে বিপিএল সম্প্রচার করবে স্টার গোল্ড ও হটস্টার। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিকেট সমর্থকরা দেখতে পারবেন হটস্টারে। ওয়েস্ট ইন্ডিজে দেখা যাবে ফ্লো টিভিতে।
অনলাইনে দেখতে হলে অবশ্যই ডাউনলোড করতে হবে র্যাবিটহোল অ্যাপ অথবা ইউটিউবের র্যাবিটহোল চ্যানেলের মাধ্যমে উপভোগ করা যাবে খেলা।
বিপিএলে উদ্বোধনী দিনেই মাঠে নামছে চারটি দল। প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ মিনিটে। একই মাঠে দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রাজশাহী কিংস। এই ম্যাচটি শুরু হবে ৫:৩০ মিনিটে।
প্রিয় খেলা/রুহুল