উইন্ডোজ নোটপ্যাডে এআইনির্ভর টেক্সট আনছে মাইক্রোসফট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মে ২০২৫, ২১:৩২

উইন্ডোজ নোটপ্যাড অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি লেখা পরীক্ষামূলকভাবে চালু করছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।


উইন্ডোজ ১১-এর ‘ডেভ’ ও ‘ক্যানারি চ্যানেল’-এ থাকা ইনসাইডারদের জন্য একটি নতুন আপডেট চালু করেছে এ সফটওয়্যার জায়ান্ট। এর মাধ্যমে নোটপ্যাড, পেইন্ট ও স্নিপিং টুলে নতুন এআই সুবিধা যোগ হয়েছে।


নোটপ্যাডে নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে এটি জেনারেটিভ এআই ব্যবহার করে একদম শুরু থেকে লেখা তৈরি করতে পারবে। ব্যবহারকারীরা যাতে তাদের নির্দেশনা বা প্রম্পট অনুসারে দ্রুত খসড়া লেখা পেতে পারেন সেজন্যই মাইক্রোসফট এ ফিচারটি এনেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট পিসিওয়ার্ল্ড।


এআই দিয়ে লেখা তৈরির জন্য ব্যবহারকারীদের ডকুমেন্টের যে কোনও জায়গায় রাইট-ক্লিক করে সেখানে থাকা ‘রাইট’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর নির্দেশনা টাইপ করে এআই যে লেখা দেবে তা থেকে ‘কিপ টেক্সট’ বা ‘ডিসকার্ড’ বোতাম ট্যাপ করতে হবে তাদের।


নোটপ্যাডে এ ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ও এআই ক্রেডিটের প্রয়োজন হবে।


এরইমধ্যে পেইন্ট-এ এআইচালিত দুটি নতুন ফিচার যোগ করেছে মাইক্রোসফট। একটি হচ্ছে এআইনির্ভর স্টিকার, যেটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তৈরি স্টিকার যোগ করা যাবে। আরেকটি হচ্ছে স্মার্ট সিলেকশন টুল, যেটির মাধ্যমে ছবির নির্দিষ্ট অংশ আলাদা করে সহজে তা সম্পাদনা করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও