কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্প্রতি পুত্র সন্তানের মা হন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত

‘সহজে হাল ছাড়ব না’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১

(প্রিয়.কম) সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তার আগে থেকেই দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। মূলত, চোট-আঘাত বিপর্যস্ত করে দিয়েছিল তাকে। এক পর্যায়ে পরিবারকে বেশি সময় দেওয়ার কথা চিন্তা করেন। সেই চিন্তা থেকেই সন্তান নেওয়ার কথা ভাবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজের মুখেই স্বীকার করেছেন সানিয়া মির্জা। তিনি বলেন, ‘আসলে সেই সময় (২০১৭ সালের শুরুর দিকে) চোট-আঘাতে বিপর্যস্ত ছিলাম। ঠিকমতো টেনিস খেলতে পারছিলাম না। শোয়েবের সঙ্গে তখন পরামর্শ করি। দু’জনে মিলে সিদ্ধান্ত নিই, এই সময় আমার উচিত সন্তান গ্রহণ করা।’

তবে সন্তান জন্মের পর টেনিসকে মোটেও ভুলেননি ভারতের এই গ্ল্যামারগার্ল। ইতোমধ্যেই ঠিক করেছেন, আগামী বছরেই টেনিস কোর্টে ফিরছেন তিনি। তার পরিকল্পনা ২০১৯ সালের শেষের দিকে টেনিস কোর্টে ফেরা। তবে কোর্টে ফেরার আগেই নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে চান তিনি।

এ প্রসঙ্গে সানিয়া মির্জার ভাষ্য, ‘আমি সহজে হার মানতে পারি না। তাই যখন সিদ্ধান্ত নিয়েছি, টেনিস কোর্টে ফিরব, তখন তার পেছনে জানবেন নির্দিষ্ট কোনো পরিকল্পনাও রয়েছে। আমি ঠিক করেছি কোর্টে নামার আগে কিছুদিন অনুশীলন করে নিজেকে গড়ে তুলব। অন্যথায়, টিকে থাকা যাবে না।’

সন্তান জন্ম দেওয়ার পর ওজন অনেক বেড়েছে সানিয়া মির্জার। সন্তানকে দেখভাল করতেই তার দিনের বেশিরভাগ সময় কেটে যায়। এর মধ্যে নতুন বাড়িতে ওঠার পরিকল্পনাও করেছেন তারা। যেখানে এই মুহূর্তে ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের কাজ চলছে।

তবে সানিয়া কোর্টে ফেরার ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আগের সঙ্গে এখনকার সময়ের তুলনা না করাই উচিত। তবে আমি ঠিক করে ফেলেছি আগামী বছরের শেষের দিকে টেনিস র‌্যাকেট নিয়ে মাঠে নামবই। আমি সহজে হাল ছাড়ব না।’

প্রিয় খেলা/রুহুল