কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এলজি ইলেকট্রনিক্সের লোগো

বড় অবকাঠামোর ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য ‘সরবরাহে প্রস্তুত’ এলজি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১৮:২৫
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১৮:২৫

(প্রিয়.কম) দেশে বড় অবকাঠামোর ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় বাণিজ্যিক প্রস্তুতি গ্রহণ করেছে দক্ষিণ কোরীয় বহুজাতিক এই কোম্পানিটি।

১৮ অক্টোবর, বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত বড় হচ্ছে। এর ফলে বাণিজ্যিক স্থাপনায় আধুনিক ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য ব্যবহারের সুযোগ বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এলজির পণ্য দীর্ঘস্থায়ী এবং জ্বালানি সাশ্রয়ী। তাই এ খাতে বিনিয়োগ বাড়াতে আমরা সব ধরনের চেষ্টা করছি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে বড় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এলজি। এর মধ্যে ভিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং ডিজিটাল সাইনেজ সাড়া ফেলেছে।

প্রিয় প্রযুক্তি/শান্ত