কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধু স্যাটেলাইট। প্রতীকী ছবি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিপণনে থাইকম

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯

(প্রিয়.কম) দেশের প্রথম সরকারি স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর বিপণনে কাজ করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান থাইকমকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের আশপাশের চারটি দেশসহ ছয়টি দেশের বাজার ধরতে কাজ করবে।

১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডভিত্তিক স্যাটেলাইট কোম্পানি থাইকম। এটি বিশ্বের ২০টি দেশে কার্যক্রম চালিয়ে থাকে। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির সঙ্গে দুই বছর মেয়াদে চুক্তি করে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট ব্যবসার জন্য প্রাথমিক অবস্থায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে নির্বাচন করা হয়েছে। চুক্তিচলাকালীন এই দেশগুলোতে অন্যকোনো স্যাটেলাইটের প্রচারণা চালাতে পারবে না থাইকম।

এ বিষয়ে বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘আসলে আমাদের স্যাটেলাইট ব্যবসায় শূন্য অভিজ্ঞতা। তবে আমরা খুব সৌভাগ্যবান কারণ বিসিএসসিএল থাইকমের মতো একটি পরামর্শক প্রতিষ্ঠান পেয়েছে।’

জানা গেছে, বঙ্গবন্ধু-১ থেকে উপার্জনের ১০ শতাংশ নেবে থাইকম।

প্রিয় প্রযুক্তি/রুহুল