নির্মাতা আদনান আল রাজিব। ছবি: সংগৃহীত

‘সেরা নির্মাতা’ হলেন আদনান আল রাজিব

মিঠু হালদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯

(প্রিয়.কম) দেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব দেশীয় বিজ্ঞাপনের সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড ‘৮ম Commward ২০১৮’-এ সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সেরা প্রোডাকশন হাউস নির্বাচিত হয়েছে রাজিবের রানআউট ফিল্মস। প্রিয়.কমের সঙ্গে ৯ সেপ্টেম্বর বিকেলে আলাপকালে এ তথ্য জানান রাজিব নিজেই।

রাজিব মনে করেন এ পুরস্কার তার কাজে নতুন মাত্রা যোগ করবে। ছবি: সংগৃহীত

৮ সেপ্টেম্বর লা মেরিডিয়ানে হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে রাজিবের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বিষয়ে আদনান আল রাজিব বলেন, ‘পুরস্কার প্রাপ্তি সবসময়ই উৎসাহ ব্যাঞ্জক। তবে এটা আরও চ্যালেঞ্জ বাড়িয়ে দেয়। আশা করছি সামনের দিনে বিজ্ঞাপনী সংস্থা থেকে আরও এক্সাইটিং স্ক্রিপ্ট পাব যা আমার কাজে নতুন মাত্রা যোগ করবে। সংশ্লিষ্ট সকল এজেন্সি ও ব্র্যান্ডকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য।’

রাজিব ২০১৮ সালে নির্মিত গ্রামীণফোনের ফোরজি বিজ্ঞাপন ও বাংলালিংক ফোরজি বিজ্ঞাপন নির্মাণের জন্য ‘গ্রা প্রি’ ও ‘সিলভার’ অ্যাওয়ার্ডে ভূষিত হন।

প্রিয় বিনোদন/গোরা