কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ছবি: সংগৃহীত

হজের ভিসার আবেদন করেননি ৬০৬ জন: ধর্মমন্ত্রী

জানিবুল হক হিরা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৮, ১৬:৩৪
আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ১৬:৩৪

(ইউএনবি)এজেন্সিগুলোর অবহেলা, গুরুতর অসুস্থতাসহ বিভিন্ন কারণে এ বছর ৬০৬ জন হজের ভিসার আবেদন করেননি বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

১৫ আগস্ট, বুধবার সকালে আশকোনায় হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

মতিউর রহমান বলেন, এতে সরকারের কিছু করার নেই। কিন্তু অবহেলায় জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ধর্মসচিব আনিছুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হেসেন তসলিম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এক লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা ১৭ আগস্টের মধ্যে সৌদি পৌঁছাবেন।

মতিউর রহমান বলেন, কিছু এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে হজ শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী হজ্বে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজে গমন করবেন।

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫২৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

গত ১৪ জুলাই বিমান হজ ফ্লাইট শুরু করে। হজের শেষ ফ্লাইট যাবে ১৭ আগস্ট। এ ছাড়া হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ২৫ সেপ্টেম্বর।

প্রিয় সংবাদ/হিরা/আজহার