কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে দাম কমেছে ব্রয়লার মুরগির, সবজি-মাছ চড়া

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৫

দেশে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বাজারে ক্রেতার ভিড় কম থাকলেও বেড়েছে মাছ ও সবজির দাম। তবে বিপরীত চিত্র দেখা যায় ব্রয়লার মুরগির ক্ষেত্রে। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরমের কারণে ব্রয়লার মুরগি মারা যাচ্ছে বেশি। তাই কিছুটা কম দামেই তাঁরা বেচে দিচ্ছেন। বৃষ্টি শুরু হলেই মুরগির দাম আবার বেড়ে যাবে। তবে মাছ ও সবজির দাম কিছুটা কমবে বলে তাঁদের ধারণা।


গতকাল শুক্রবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০-৩০ টাকা কমে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালিকা ও দেশি মুরগির দাম ঠিকই চড়া। সোনালিকা ৩৭০-৪০০ এবং দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া ফার্মের লাল ডিমের দাম ডজনপ্রতি ১২০ টাকা, সাদা ডিমের ১১৫ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও