সানি লিওন। ছবি: সংগৃহীত

গোসলের ভিডিও প্রকাশ করে ভাইরাল হলেন সানি

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৮, ১৬:৪১
আপডেট: ০৮ আগস্ট ২০১৮, ১৬:৪১

(প্রিয়.কম) পর্ন তারকা থেকে বলিউড তারকা হয়েছেন সানি লিওন। ভক্তদের কাছে জনপ্রিয় এ অভিনেত্রীর ভিডিও মানে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া। তাই বরাবরের মতো এবারও সানি লিওনের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে ভারতের ‘এমটিভি স্প্লিটস ভিলা’ নামের একটি রিয়েলিটি অনুষ্ঠানের প্রচারমূলক ভিডিওতে অংশ নেন সানি লিওন। ওই অনুষ্ঠানের উপস্থাপনাতেও অংশ নিতে দেখা যায় তাকে। ৬ আগস্ট, তিনি তার নিজস্ব ইনস্টাগ্রামে ওই প্রচারমূলক ভিডিওটি পোস্ট দেন। তার সেই পোস্ট করা ভিডিওতে দেখা যায় পাহাড়ের অরণ্যে ঘেরা ঝরনার পাশে গোসল করছেন তিনি। এরই মধ্যে ইনস্টাগ্রামে ভিডিওটি প্রায় ১১ লাখেরও বেশি ভিউ হয়েছে।

সানি লিওন বলেন, ‘গত পাঁচ বছর ধরে এ রিয়েলিটি অনুষ্ঠানটিতে কাজ করছি। এ অনুষ্ঠানটিকে আমি ভালোবাসি। প্রতি বছর এখানে কাজ করেতে চাই। কারণ এটি আসলেই ভীষণ হাসির অনুষ্ঠান।’

জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছে সানি লিওনের জীবনী নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’। মুক্তি পাওয়া এ সিরিজটি নিয়েও ভক্তদের আলোচনার অংশেও থাকছে সানি লিওনের নাম।

প্রিয় বিনোদন/গোরা