কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কে ঈদুল ফিতর উপলক্ষে বাঙালিদের মিলন মেলার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

তুরস্কে ঈদ উপলক্ষে বাঙালিদের ফুটবল ও ক্রিকেট ম্যাচ

লাবিব ফয়সাল
লেখক
প্রকাশিত: ১৬ জুন ২০১৮, ২১:০৭
আপডেট: ১৬ জুন ২০১৮, ২১:০৭

(প্রিয়.কম) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১৫ জুন) তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তানবুলে বাঙালিদের এক মিলন মেলার আয়োজন কারা হয়। এতে তুরস্কে অবস্থানরত বাঙালি শিক্ষার্থী ও ব্যাবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রীতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, বেলুন ফাটানো, মোরগ লড়াই এবং ‘প্রিয়তামার কাছে চিঠি’ লেখার আয়োজন কারা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত বাঙালিদের মাঝে দেশীয় খাবার পরিবেশন করা হয়।

ইস্তানবুলে অবস্থানরত বাঙালিদের স্বতঃপূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হয়। এর পরে পর্যায়ক্রমে প্রীতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, বেলুন ফাটানো, মোরগ লড়াই ও ‘প্রিয়তামার কাছে চিঠি’ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পরে সকলের মাঝে দেশি খাবার পরিবেশন কারা হয়। সব শেষে খেলায়  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই মিলন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশী টার্কিশ শিক্ষকগণও তাদের পরিবার সহ অংশগ্রহণ করেন। 

প্রিয় সংবাদ/কামরুল