
ছবি সংগৃহীত
‘মোহাম্মদ মনিরুজ্জামান : কৃতি ও কীর্তি’ শীর্ষক আলোচনা
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৫৮
আজ সোমবার বিকাল চারটায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মোহাম্মদ মনিরুজ্জামান : কৃতি ও কীর্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন এবং ড. বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। প্রাবন্ধিক বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান আবহমান বাংলা ও বাঙালিকে বুকের ভিতর গভীরভাবে ধারণ করেছেন। মৃত্তিকাবর্তী এই কবি হৃদয় ও মননের যুগলবন্দি রচনা করেছেন তাঁর কবিতা ও গানে। গবেষণাক্ষেত্রেও তাঁর অবদান অসামান্য। সমাজ ও রাজনৈতিক প্রেক্ষিতযুক্ত ছিল তাঁর সাহিত্যিক দৃষ্টিভঙ্গি। দেশপ্রেম মোহাম্মদ মনিরুজ্জামানের সৃষ্টিতে যেভাবে মূর্ত হয়ে উঠেছিল তা অঙ্গীকার ও শিল্পসিদ্ধি; উভয়ক্ষেত্রেই দৃষ্টান্তস্থানীয়। আলোচকবৃন্দ বলেন, বৈচিত্র্যপূর্ণ সাহিত্যজীবনে মোহাম্মদ মনিরুজ্জামান একদিকে যেমন বাংলাদেশের কবিতায় যোগ করেছেন হৃদয়বাদী ধারা তেমনি নিষ্ঠাবান গবেষক হিসেবে বাংলা সাহিত্যের নানা অনুদ্ঘাটিত অঞ্চলকে নিয়ে এসেছেন পাদপ্রদীপের আলোয়। একজন গুণী শিক্ষক হিসেবেও তিনি স্মরণীয়। তারা বলেন, বাংলা গানের ভুবনে মোহাম্মদ মনিরুজ্জামান এক অনিবার্য নাম। আমাদের সংগীতে তিনি একক কৃতিত্বে সৃষ্টি করেছেন এক নতুন পরিমণ্ডল। সভাপতির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, মোহাম্মদ মনিরুজ্জামানকে আলোচনার বিষয়বস্তু করে বাংলা একাডেমী আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান বিস্মৃত হবার নয়। সন্ধ্যায় আবৃত্তি সংগঠন “ক’জনা” বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লিলি ইসলাম, সাজেদ আকবর, সালমা আকবর, চঞ্চল খান, রোকাইয়া হাসিনা, ছায়া রাণী কর্মকার, ফারহানা আক্তার শার্লি, সারোয়ার হোসেন বাবু এবং হিমাদ্রি শেখর। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), সুমন রেজা খান (কী-বোর্ড), শেখ আবু জাফর (বাঁশি), আবু কামাল (বেহালা) এবং নাজমুল আলম খান (মন্দিরা)। আগামীকালের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২০১৩ বিকাল চারটায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আবু হেনা মোস্তফা কামাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল আহসান চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করবেন হায়াৎ মামুদ, অনু হোসেন, শরীফ আতিক-উজ-জামান এবং ফারজানা সিদ্দিকা। সভাপতিত্ব করবেন মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
- ট্যাগ:
- বই