
ছবি সংগৃহীত
২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট
প্রকাশিত: ০৬ জুন ২০১৩, ১৩:৫৫
আপডেট: ০৬ জুন ২০১৩, ১৩:৫৫
আপডেট: ০৬ জুন ২০১৩, ১৩:৫৫
আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট নিয়ে রাজনৈতিক, অর্থনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা প্রতিক্রিয়া জানিয়েছেন।
জনগণকে খুশি করার বাজেট তবে বাস্তবায়ন কঠিন : ড. সালেহউদ্দিন আহমেদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত বাজেটটি পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এবং বিগত বছরের বাজেটের ধারাবাহিকতায় করা হয়েছে। এ বাজেটের মূল বৈশিষ্ট্য হলো, এটি বেশ বড় আকারের বাজেট। বিগত যেকোনো সময়ের তুলনায় বড় আকারের। দুই লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট। এই বাজেট নিঃসন্দেহে জনগণের তুষ্টির জন্য করা হয়েছে। সরকার যেভাবে দিন দিন বাজেট বাড়িয়ে যাচ্ছে, তাতে জনগণ ভাববে সরকারের কার্যক্রমের পরিধি বাড়ছে। সরকার উন্নয়নের জন্য কাজ করছে। তবে এর মধ্যে কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, যেটা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও স্বীকার করেছেন। বড় বাজেটে আপত্তি নেই, উচ্চাভিলাষী হলে আপত্তি নেই, রাজনৈতিক উদ্দেশ্যে হলেও আপত্তি নেই। তবে সেটা জনকল্যাণমুখী কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখানে দেখার বিষয়, বাজেটের ধারাবাহিকতা অন্যান্য বছরের সঙ্গে সংগতি রেখে বাড়ছে কি না।এটা অত্যন্ত বাস্তবায়নযোগ্য বাজেট : অর্থমন্ত্রী
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'অত্যন্ত বাস্তবায়নযোগ্য বাজেট' বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেছেন, "বাজেট প্রক্রিয়া যতটুকু স্বচ্ছ করা যায়; গত পাঁচ বছরে আমি সেই চেষ্টা করেছি। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে অর্থায়নে কোনো নতুন সমস্যা সৃষ্টি হয়নি। বাজেট উচ্চাভিলাষী, তবে তা অত্যন্ত বাস্তবায়নযোগ্য।"‘বিগ বিউটিফুল বেলুন’ বাজেট: মওদুদ
বৃহস্পতিবার ঘোষিত বাজেটকে ‘বিগ বিউটিফুল বেলুন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি আরও মন্তব্য করেছেন, "এই বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে এবং জিনিসের দাম বাড়বে। সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। প্রত্যক্ষ কর বা পরোক্ষ কর যা-ই বলা হোক না কেন, টাকার অপচয় হবে।"জনতুষ্টি রাজস্ব পদক্ষেপে : দেবপ্রিয় ভট্টাচার্য
সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ গবেষক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই বাজেট জনতুষ্টি রাজস্ব পদক্ষেপ কেবল। তিনি জানান, পদ্মা সেতুর টাকা খরচ না হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই বরাদ্দের কোনো বাস্তব ভিত্তি নেই। রাজস্ব পদক্ষেপগুলোতে আয় বাড়ানোর ভীষণ চেষ্টা আমরা লক্ষ করি। সে ক্ষেত্রে একমাত্র তালিকাভুক্ত টেলিফোন কোম্পানির মুনাফার ওপর কর বৃদ্ধি প্রশ্নের জন্ম দেবে। অপরদিকে বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে বেশ কিছু সুবিধা প্রদান লক্ষ করা যায়। আর আছে বিনিয়োগ চাঙা করার জন্য কিছু প্রণোদনা প্রদানের চেষ্টা, যার প্রকৃত সুফল প্রশ্নসাপেক্ষ। তবে জনতুষ্টির মূল জায়গাটি সম্পদ বরাদ্দের চেয়ে রাজস্ব পদক্ষেপে বেশি পরিলক্ষিত হচ্ছে। যেমন শেয়ারবাজারে সমর্থন, আয়করের ন্যূনতম সীমা বাড়ানো, জেলা-উপজেলা পর্যায়ে করের ন্যূনতম পরিমাণ কমানো।নির্বাচন বিলাসী বাজেট : এরশাদ
২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জানান, বাজেটে যতটা সংযমী ও সাশ্রয়ী হওয়ার প্রয়োজন ছিল রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তা হয়নি। বাজেট বাস্তবায়ন করা দুরুহ হবে। “মূলত এটা হয়েছে একটি নির্বাচন-বিলাস বাজেট। যদি বাস্তবায়ন করা যায় তো ভালো। তবে সে আশা সফল হবে বলে মনে হয় না।”২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট বৃত্তান্ত
আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৬ জুন বেলা তিনটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল না। অর্থমন্ত্রী আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ব্যয় প্রস্তাব করেছেন দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার। এর বিপরীতে আবদুল মুহিতের রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকার। এর ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা। অর্থাৎ মোট দেশজ উত্পাদনের তুলনায় ঘাটতি ধরা হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। তবে অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে পৌঁছাবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা, শতকরা হিসাবে যা ৪ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ৬৭০ কোটি টাকার অনুদান পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর বিরাট ব্যয়ের বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। আর বাকি এক লাখ ৫৬ হাজার ৬২১ কোটি টাকার অনুন্নয়ন-ব্যয় নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শতকরা হিসাবে এডিপি হচ্ছে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। আর অনুন্নয়ন-ব্যয় জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ।পদ্মাসেতুতে বরাদ্দ ৬,৮৫২ কোটি টাকা
২০১৩-১৪ অর্থবছরে বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩ হাজার ২০০ কোটি টাকা। তিনি বলেন, “আমাদের সরকারের একটি অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত উন্নয়ন প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণ। নানা কারণে আমরা প্রকল্প বাস্তবায়নের যে নির্ঘণ্ট প্রণয়ন করি তা বিশ্বব্যাংকের নির্ঘণ্টের সঙ্গে সামঞ্জস্য ছিল না। আমরা এই প্রকল্পে অধিকতর বিলম্ব পরিহারের জন্য নিজস্ব অর্থায়নে এর প্রাথমিক কাজ শুরু করেছি।”করমুক্ত আয় সীমা বেড়ে দুই লাখ ২০ হাজার টাকা
প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। যেখানে চলতি অর্থবছরে আছে ২ লাখ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ছিল ১ লাখ ৮০ হাজার টাকা। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার টাকা করার ঘোষনা দেওয়া হয়েছে। নারীদের ক্ষেত্রে তা হবে আড়াই লাখ টাকা পর্যন্ত। আর প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে করা করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।উন্নয়ন বরাদ্দ ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা
২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা মোট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। যা জিডিপির ১৮ দশমিক ৭ শতাংশ। এবারে বাজেটে অনুন্নয়নসহ অন্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২১ কোটি টাকা। যা জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। যা জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।শিক্ষায় বরাদ্দ ১৩ হাজার কোটি টাকা
বাজেটে শিক্ষা খাতে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষায় ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাড়ে পাঁচ হাজার মাধ্যমিক, এক হাজারের বেশি মাদ্রাসা এবং দেড় হাজার কলেজের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়ে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, দুই হাজার ৭১৯টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২৫টি মাদ্রাসার নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি দুই হাজার বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ভবন নির্মাণের কাজ চলছে। তিনি আরও জানান, বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে। এ ছাড়া ২০ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগসহ একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরবরাহ করা হবে।প্রতিরক্ষা খাতে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ
প্রতিরক্ষা খাতে ১৪ হাজার ৫৬৫ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথা জানিয়ে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম কেনার মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকায়ন এবং ইউনিট সদর দপ্তরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনে গত তিন বছরে পাঁচ হাজার ৩৫৪ কোটি টাকা এবং চলতি অর্থবছরে এ পর্যন্ত ৫৬১ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ছয় হাজার ৯৮৭ জন শান্তিরক্ষী কাজ করছেন।২৬,০০০ কোটি টাকা ব্যাংকঋণের লক্ষ্য
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সংগৃহীত হবে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে ৭ হাজার ৯৭১ কোটি টাকা।ইসির জন্য বরাদ্দ ১৬৪৯ কোটি টাকা
নির্বাচন কমিশনের জন্য ২০১৩-২০১৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৬৪৯ কোটি টাকা। বরাদ্দের মধ্যে ইসির নিজস্ব ভবন নির্মাণ, উন্নতমানের জাতীয় পরিচয়পত্র তৈরিতে ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনা বিষয়টিও রয়েছে।বিদ্যুতে ভর্তুকি সাড়ে ৫ হাজার কোটি টাকা
২০১৩-১৪ অর্থবছরে খাতটিতে ভর্তুকি ৩৩০ কোটি টাকা বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে জ্বালানি খাতে চলতি অর্থবছরের চেয়ে আসছে অর্থবছরে ৪৭ দশমিক ৮০ শতাংশ ভর্তুকি কমানোর প্রস্তাব করা হয়েছে।ভর্তুকি কমেছে কৃষিখাতে
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কৃষিখাতে নয় হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গত অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল ১২ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।বাড়বে বিভিন্ন ভাতার পরিমাণ ও আওতা
আগামী ২০১৩-১৪ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ফলে বয়স্ক, মাতৃত্বকালিনসহ অন্যান্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। পল্লী অঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০ টাকা করে মোট এক লাখ এক হাজার ২০০ মহিলাকে ভাতা দেয়া হত। যা ১৫ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে আগামী বাজেটে। গার্মেন্টস এলাকাসহ মোট ৬১টি জেলার ৭৭ হাজার ৬২৫ জন কর্মজীবী ল্যাকটেটিং মা-কে মাসিক ৩৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। যা প্রস্তাবিত বাজেটে ৫০ টাকা বৃদ্ধির পাশাপাশি ১০ ভাগ বৃদ্ধিও প্রস্তাব করা হয়েছে।যেসব পণ্যের দাম বাড়ছে
গুঁড়া দুধ, বৈদ্যুতিক পাখা, কোমলপানীয়, পটেটো চিপস, এলপিজি সিলিন্ডার, সিগারেট ও বিড়ি, বিদেশি মশার কয়েল, শিশুখাদ্য, টায়ার-টিউব, পটেটো চিপস, সুগন্ধি, প্রসাধনী, টয়লেট পেপার ও টিস্যু পেপার; অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন; বিদেশি বিলেট, এমএস বার ও রড, হট-রোল্ড ও নন-অ্যালয় স্টিল; কাঠের ফটোফ্রেম, ফ্লোর কভারিংস ও ম্যাট, ৩ থেকে ৫ হাজার ডিডব্লিউটি আমদানিকৃত জাহাজ; রেলওয়ের স্লিপার; কার্পেট, কাঠের ফাইবার বোর্ড, লেমিনেটেড প্লাস্টিক ও ফাইবার বোর্ড অব উড; গ্লাস টিউব, ফ্লোট গ্লাস ও রপ্তানিমুখী আসবাবশিল্পে ব্যবহূত পার্টিকেল বোর্ড; অপরিশোধিত খনিজ কয়লা ও কয়লা জাতীয় অন্যান্য পণ্য; কোল্ড রোলড আয়রন স্টিল কয়েল, হট রোলড স্টেইনলেস স্টিল, কোল্ড রোলড স্টেইনলেস স্টিল, এলয় স্টিল, স্টোইনলেস স্টিল বার ও রড প্রভৃতি ইস্পাত পণ্য; অ্যালুমিনিয়াম প্লেট; রাবারের সুতা ও দড়ি; হাই স্পিড স্টিল, সেলিকো ম্যাঙ্গানিজ স্টিলসহ বিভিন্ন ধরনের এলয় স্টিলের বার ও রড; রেল ট্র্যাক ও প্লেট তৈরির লোহা ও স্টিল পণ্য; তেল ও গ্যাস পাইপলাইন; প্রিফ্যাব্রিকেটেড বিল���ডিং; স্যাটেলাইট চ্যানেলের সেট টপ বক্স; রাবার ও রাবারের প্রাথমিক পণ্য; ভলকানাইজড রাবার থ্রেড ও কর্ড; সার্জিক্যাল গ্লাভস, ভেনিয়ার শিট ও বিভিন্ন ধরনের কর্ক; বিভিন্ন ধরনের ম্যাট ও স্ক্রিন; পেপার বোর্ডের রোল ও শিট; ক্র্যাফট পেপার, ফ্লোটিং পেপার ও কার্বন পেপার; কাঁচা সিল্ক ও সিল্ক সুতা; সেলাই মেশিনের সুতাসহ বিভিন্ন ধরনের সুতা; সুপারি; গোলাপ ও অর্কিডসহ বিভিন্ন ফুল; স্ট্রবেরি, মালব্যারি প্রভৃতি।দাম কমছে যেসব পণ্যের
সিমকার্ড, বৈদ্যুতিক বাতি, রিকন্ডিশন্ড গাড়ি, পানির ফিল্টার, ডিজিটাল ক্যামেরা ও ওয়েবক্যাম, চা, অগ্নিনির্বাপণ যন্ত্র, সার-পোলট্রি-মৎস্য, বিদেশি কাপড়, তথ্যপ্রযুক্তিপণ্য, সাদা সিমেন্ট, শিশুখাদ্য, ইনসুলিন পেন, টেফলন ও সিলিকন টিউব, রেশম গুটি, পর্যটনে ব্যবহার্য ক্রীড়াসামগ্রী, সানফ্লাওয়ার তেল, মূলধনি ও মধ্যবর্তী পণ্য; বায়োগ্যাস প্রকল্পের উপকরণ ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির যন্ত্রাংশ; সিরামিক ও গ্লাস; জেনারেটরের যন্ত্রাংশ ও চামড়া শিল্পের উপকরণ; জাহাজের অনুষঙ্গ লাইফ বোট, নোঙর ও নেভিগেশন লাইট; সিগারেটের লাইটার ও অন্যান্য লাইটার; সুপারি; সুগার কনফেকশনারি, মিস্টি বিস্কুট, চকলেট, ওয়েফার ও টোস্টেড ব্রেড; খনিজ ও কৃত্রিম পানি; নন-ওভেন ম্যাটস অব গ্লাস ফাইবার; প্রিন্টিং কালি; পার্টিক্যাল বোর্ড; হেভি ট্রান্সফরমার পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি ১০ এমভিএ; লিকুইড এলিভেটর; প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং; বাইসাইকেল উৎপাদনের এইচআর কয়েল; প্রি প্রিন্টেড স্টিল শিট; টেক্সটাইল মিলসের আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো; রিফ্লেকটিভ টেপ; গ্রিজ; চিনিযুক্ত পণ্য; ফ্লিন্ট ও গ্রিন্ডিং পেবলস; পটাশিয়াম আয়োডেট, স্লেকড ও হাইড্রোলিক লাইম; ব্যারিয়াম ও ক্রোমিয়াম সালফেট; মিল্ক ট্যাংকার, অ্যালয় স্টিল, কোল্ড রোল্ড (সিআর) কয়েল, এমএস রড তৈরির উপাদান কুইক লাইম, স্ল্যাকড লাইম ও হাইড্রোলিক লাইম; ক্যালসিনেটেড ডলোমাইট ও ডলোমাইট র্যামিং মিক্স; কার্টিজ ও কার্বন ফিল্টার ইত্যাদি।কর বাড়ছে গ্রামীণফোনের
প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করপোরেট বা কোম্পানি করের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার প্রস্তাব রেখেছেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন কোম্পানির করপোরেট কর ৪০ শতাংশ হবে। এতে করে গ্রামীণফোনকে আগের চেয়ে বেশি কর দিতে হবে।পুরানো গাড়ির দাম কমছে
অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, গাড়ি যত বেশি পুরানো হবে, দাম তত কম হবে। বর্তমানে ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ি আমদানি করা যায়। এক বছরের বেশি কিন্তু ২ বছরের কম পুরনো গাড়ির অবচয় সুবিধা ৩০ শতাংশ, দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম পুরনো গাড়ির অবচয় সুবিধা ৩৫ শতাংশ, তিন বছরের বেশি কিন্তু চার বছরের কম পুরনো গাড়ির অবচয় সুবিধা ৪০ শতাংশ এবং ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ির অবচয় সুবিধা ৪৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ
২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।এবারও কালো টাকা সাদা করার সুযোগ
নতুন অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হচ্ছে। অপ্রদর্শিত আয় দিয়ে জমি, প্লট ও ফ্ল্যাট কেনা যাবে। জমি ও প্লট কেনার ক্ষেত্রে হস্তান্তর বা চুক্তিমূল্যের ১০ শতাংশ টাকা দিলেই আর কোনো কর দিতে হবে না। বর্তমান আইন অনুযায়ী, অপ্রদর্শিত আয়ে যে করহার প্রযোজ্য এর সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিয়ে তা বিনিয়োগ বা বৈধ করা যায়। এ ক্ষেত্রে টাকার কোনো উৎস জানাতে হবে না। আয়কর অধ্যাদেশের ১৯(ই) ধারা সংশোধন করে এ সুযোগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেছেন, আবাসন খাতে গত বছরের 'বিপর্যয়' মোকাবিলায় প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার এই 'বিশেষ সুযোগ' দেওয়া হয়েছে। বিশেষ সুযোগ হিসেবে এবার এলাকাভেদে ফ্ল্যাট অথবা প্লট কিনতে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। এ ছাড়া আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে উৎসে কর কাটার হার কমানোর প্রস্তাবও করা হয়েছে। বাজেট সংক্রান্ত আরও সংবাদ # বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের প্রতিক্রিয়া # বাজেটের প্রভাব শিশুখাদ্যে, পড়েনি নিত্যপণ্যে # টাঙ্গাইল দিয়ে জেলা বাজেট শুরু # ‘জনগণকে খুশি করার বাজেট তবে বাস্তবায়ন কঠিন’ # জনতুষ্টি রাজস্ব পদক্ষেপে # 'এটা অত্যন্ত বাস্তবায়নযোগ্য বাজেট' # ‘বিগ বিউটিফুল বেলুন’ বাজেট: মওদুদ # এবারও কালো টাকা সাদা করার সুযোগ # নির্বাচন করতে ইসির জন্য বরাদ্দ ১৬৪৯ কোটি টাকা # বিদ্যুতে ভর্তুকি সাড়ে ৫ হাজার কোটি টাকা # ফ্ল্যাট-প্লটে কালোটাকা সাদা # বাজেট বাস্তবতা বিবর্জিত, সব থেকে দূর্বল রাজস্ব আহরণ : সিপিডি # ‘অশোভনীয় আশাবাদের’ বাজেট # বাজেটের মাধমেই শুরু হোক আমাদের আত্মোপলব্ধিঃ মামুন রশীদ # ইন্টারনেট ও ই-কমার্সের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার হল না, বেসিসের হতাশা # বাজেটে পুঁজিবাজারের জন্য নানা প্রণোদনা # ২৬,০০০ কোটি টাকা ব্যাংকঋণের লক্ষ্য # কর বাড়ছে গ্রামীণফোনের # বাড়বে বিভিন্ন ভাতার পরিমাণ ও আওতা # ভর্তুকি কমেছে কৃষিখাতে # রাজনৈতিক ফায়দা লোটার বাজেট : বিএনপি # নির্বাচন বিলাসী বাজেট : এরশাদ # উন্নয়ন বরাদ্দ ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা # ডিমিউচুয়ালাইজেশন হলে পুঁজিবাজারে স্থিতিশীল হবে: মুহিত # প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ # দাম কমছে এবং বাড়ছে যেসব পণ্যের # পুরানো গাড়ির দাম কমছে # করমুক্ত আয় সীমা বেড়ে দুই লাখ ২০ হাজার টাকা # পদ্মাসেতুতে বরাদ্দ ৬,৮৫২ কোটি টাকা # শিক্ষায় ১৩ হাজার কোটি ও প্রতিরক্ষা খাতে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ # নির্বাচনী বছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী # বাংলাদেশের ৪২ অর্থবছরের যত বাজেট- ট্যাগ:
- বাংলাদেশ
১ ঘণ্টা, ১ মিনিট আগে
www.ajkerpatrika.com
| ঢাকা মেট্রোপলিটন
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ৩ মিনিট আগে
www.ajkerpatrika.com
| ঢাকা মেট্রোপলিটন
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ২৪ মিনিট আগে
১ ঘণ্টা, ২৪ মিনিট আগে
২ ঘণ্টা, ৩৫ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩২ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
১২ ঘণ্টা, ১৮ মিনিট আগে
১৩ ঘণ্টা, ৫৭ মিনিট আগে
১৪ ঘণ্টা, ৪ মিনিট আগে