ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৮৯ : বিদায় হজ্জের অবস্থায় রাসূল [সা.] -এর কিছু উপদেশ

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৪, ১৭:৪৬
আপডেট: ২৯ জানুয়ারি ২০১৪, ১৭:৪৬

আরবি হাদিস عَنْ أَبِي أُمَامَةَ صُدَيّ بنِ عجلانَ الباهِلِيِّ رضي الله عنه، قَالَ : سَمِعتُ رسولَ الله ﷺ يَخْطُبُ في حجةِ الوداعِ، فَقَالَ: «اتَّقُوا الله وَصلُّوا خَمْسَكُمْ، وَصُومُوا شَهْرَكُمْ، وَأَدُّوا زَكاةَ أَمْوَالِكُمْ، وَأَطِيعُوا أُمَرَاءَكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ» رواه الترمذي وَقالَ : «حديث حسن صحيح» বাংলা অনুবাদ আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি বিদায় হজ্জের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ভাষণ দিতে শুনেছি, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, তোমাদের পাঁচ ওয়াক্তের (ফরয) নামায পড়, তোমাদের রমযান মাসের রোযা রাখ, তোমাদের মালের যাকাত আদায় কর এবং তোমাদের নেতা ও শাসকগোষ্ঠীর আনুগত্য কর (যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয়), তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। [তিরমিযি ৬১৬, আহমদ ২১৬৫৭, ২১৭৫৫। তিরমিযি, তিনি বলেন, হাদিসটি হাসান সহিহ]