বাসায় পড়ে থাকায় বাইকটি শোরুমে বিক্রি করে দিয়েছিলাম: আদালতে হান্নান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:২৭

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে ‘গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি’ একটি শো রুমে বিক্রি করে দিয়েছিলেন বলে আদালতকে বলেছেন ‘মালিক’ আব্দুল হান্নান।


রোববার সন্ধ্যায় রিমান্ড আবেদনের শুনানিতে তিনি বলেছেন, “আমি এ হোন্ডাটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলাম। তবে হাতে সমস্যা হওয়ায় পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করেছিল। এজন্য বাসায় বাইকটি পড়েছিল।


“পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করি এবং আমি নাম চেঞ্জ করে দেবো বলেছিলাম। তারা দুই মাস আগে কল দিয়েছিল, কিন্তু অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারিনি।”


হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রোববার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।


ওই ঘটনায় মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে চার কারণ তুলে ধরে হান্নানের সাত দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও