
ছবি সংগৃহীত
স্বাদে নয়, গুণেও অনন্য পেয়ারা
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৩, ১৪:৪৪
আপডেট: ০৬ জুলাই ২০১৩, ১৪:৪৪
আপডেট: ০৬ জুলাই ২০১৩, ১৪:৪৪
রাস্তা পাশে টুকরি নিয়ে বসা ফলওয়ালার টুকরিতে উঁকি দিলেই দেখতে পাবেন, তাতে সবুজ সবুজ গোল গোল এক ধরনের ফল! এই ফলটি আর কিছুই নয়, আমাদের অতি পরিচিত ফল পেয়ারা! গ্রীষ্মের শেষ থেকে শুরু করে পুরো বর্ষাকাল জুড়ে এই ফল দেখা যায় পুরো নগরজুড়ে। ফলের দোকানে দোকানে তো বটেই, রাস্তার ধারে ফুটপাতেও পেয়ারা নিয়ে বসে যান বিক্রেতারা।




- শ্বাসকষ্ট, অ্যাজমা, ঠান্ডাজনিত হাঁচি-কাশি প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী। এছাড়া খিঁচুনি ও এপিলেপসি প্রতিকারে পেয়ারা সহায়তা করে।

- কোষ্ঠকাঠিন্য দূর করতে ও মুখের রুচি বাড়াতে পেয়ারা খুবই উপকারী।
- পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন ও খাদ্যআঁশ, যা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
- দাঁতের ব্যথায় পেয়ারার পাতা চিবুলে ব্যথা কমে যায়। এছাড়া ক্ষতে পেয়ারা পাতা পিষে প্রলেপ দিলে ক্ষত সেরে যায়।
- গাছের বাকল ও শেকড় আমাশয় ও কলেরার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
- দাঁতের ব্যথা, মুখের ঘা সারাতে পেয়ারা খুবই কার্যকর। স্কার্ভি রোগ প্রতিরোধেও পেয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২৮ মিনিট আগে
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ২ মিনিট আগে
১৩ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৪০ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৪১ মিনিট আগে