ছবি সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ রায় হত্যাকে 'মুসলমানদের' সমর্থন!

raramukta
লেখক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৫, ০৪:৩৬
আপডেট: ০৩ মার্চ ২০১৫, ০৪:৩৬

ইসলাম বিদ্বেষ থাকবেই, যুগে যুগে ছিল। হাদিস কোরআন সম্পর্কে বেশি একটা না জানলেও, ক্লাস থ্রি অথবা ফোরের ইসলাম শিক্ষা বইয়ে পড়া মুহম্মদ (সাঃ) এর জীবনের একটি ঘটনা মনে আছে এখনও। একজন বৃদ্ধা আমাদের নবী (সা) এর হেঁটে যাওয়ার পথে রোজ কাঁটা বিছিয়ে রাখতেন। যেদিন মুহম্মদ(সাঃ) সে পথে কাঁটা পেলেন না তিনি সেই বৃদ্ধার খোঁজ নিতে তার বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ মাফ করুক যদি আমি ভুল পড়ে থাকি, জেনে থাকি। তো যারা ইসলামের রীতিনীতি অনুসরণ করে চলতে চান তারা কি মুহম্মদ (সাঃ) এর জীবনের এই ঘটনা থেকে কোনো শিক্ষাই গ্রহণ করতে পারেন না? বিদায় হজ্বের ভাষণে মুহম্মদ (সাঃ) বলে গেছেন স্পষ্ট করে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের বিচার দুনিয়া আর আখেরাত উভয় জায়গায় হবে। অভিজিৎ রায় হত্যা নিয়ে যেসব স্ট্যাটাস দেখতে পাচ্ছি তার ভিতরে এই হত্যাকান্ড সমর্থনের প্রবনতাও কম দেখলাম না। ইসলামের ভুল ব্যাখ্যা হাজির করে যারা এই হত্যাকাণ্ডের সমর্থন করছেন তাদেরকে অনুরোধ করব, শুধু দাগিয়ে দাগিয়ে যুদ্ধ, জিহাদ সম্পর্কিত আয়াত বা হাদিস পড়বেন না, পুরোটা পড়ুন, পুরোটা জানুন। কিসের ভিত্তিতে কোন আয়াত এসেছে, কিসের ভিত্তিতে কোন হাদিস এসেছে এসব না বুঝে, না জেনে, একটি পুর্বনুমান নিয়ে নিজের ইচ্ছামতো ইসলামের ব্যাখ্যা দাড় করাবার চেষ্টা করবেন না। কেউ যত ইসলাম বিদ্বেষী হোক না কেন, বিনয়, দাওয়াহ, শান্তিপুর্ন প্রতিবাদ ইত্যাদি এর ভাষা হতে পারে, কাপুরুষের মতো খুন করা নবী করীম (সাঃ) এবং ইসলামের সম্মান রক্ষার ভাষা হতে পারে না। বরং এটা ইসলাম বিদ্বেষীদের আরো বাজে কথা বলার জন্য উস্কে দিচ্ছে, এখন যারা ইসলাম ও নবী করীম (সাঃ) সম্পর্কে বাজে কথা বলছে এর সুযোগ কি আপনারাই করে দিচ্ছেন না? তাহলে গুনাহগার কি আপনারাও হচ্ছেন না? কোনভাবে কাদের দ্বারা কেন অভিজিৎ রায় খুন হয়েছেন এটা অস্পষ্ট। যারা দায় স্বীকার করেছে আমার কাছে পুরোটাই ফেক লেগেছে। তাই আমি এই কথাটা নিচ্ছি না যে এটা কোনো ইসলামপন্থীর কাজ। কোনো অর্থেই আমার তা মনে হয় নি। পুরো বিষয়টা সন্দেহজনক। তবে বাংলাদেশে এক্সট্রিমিজম নেই তা নয়। যেমন ইসলাম বিদ্বেষীরা আছে তেমন তার উল্টা পিঠে এক্সট্রিম ইসলামপন্থাও আছে। দেখতেই পাচ্ছেন খুনটা অন্য কেউও করতে পারে, অন্য কোনো হিসাব নিকাষের বলিও হতে পারেন অভিজিৎ। তারপরেও আপনারা ইসলাম বিদ্বেষী ছিল বলে তার খুন হয়ে যাওয়াটাকে সাপর্ট করবেন!???? আচ্ছা আপনার আমার ধর্ম যেমন ইসলাম, ধরে নিন না, যারা ইসলাম বিদ্বেষী তারা এটাকেই তাদের ধর্ম হিসাবে নিয়েছে। আর আসলেই তো তাই তো নিয়েছে। তাদেরও বইপত্র আছে, তাদেরও বিশ্বাস আছে। এসব যদি ইসলামের বিপক্ষে যায় তার মানে তো এই না যে তাদের ধরে খুন করতে হবে। সভ্যতার নামে কত অসভ্যতা করছি না আমরা প্রতিনিয়ত? তো কেউ অধর্মের নামে ধর্ম পালন করা শুরু করলে সেটার মাজেজা তো বুঝতে হবে তাই না? আর আমি তো মনে করি ইসলাম বিদ্বেষকে একটি ধর্ম বলে স্বীকৃতি দিয়ে বিধর্মীদের যেভাবে দেখার কথা বলা আছে ইসলামে ঐভাবেই ডিল করা উচিত আপনাদের। মনে রাখবেন, দ্বেষ থাকলে বিদ্বেষও থাকবে। আর এটা একটা চিন্তাজগতের বিষয়। কেউ ইসলাম প্রিয় হলে ইসলাম প্রচার করলে এটা যেমন তার বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট প্রকাশ করে কেউ ইসলামকে ঘৃণা করলে বিদ্বেষ ছড়ালে এটাও তার বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট প্রকাশ করে। আর এই দুই ধারা থাকবে। এটাই স্বাভাবিক। এটা নিয়ে যত কোপাকুপি করবেন ততই এ দেশটাকে বসবাসের অযোগ্য করে তুলবেন। ইসলামের জন্য প্রান দিতে চাইলে গাজায় চলে যান, সিরিয়ায় চলে যান। আমাদের ভাই এদেশেই থাকতে হবে। আমাদের ভালো-মন্দ যা আছে তাই ঠিকঠাক করে নিয়ে বাঁচতে হবে। তাই এনার্কি না বাড়িয়ে নিজের পরিবার ঘরবাড়ির দিকে নজর দিন, ইসলাম বিদ্বেষ অপছন্দ হলে আপনার পরিবারে এর শিক্ষা দিন। এই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে ইসলামের পথেই থাকেন না, কেউ বাঁধা দেবে না। ট্রাস্ট মি। [এই বিভাগে প্রকাশিত মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নহে]