
ছবি সংগৃহীত
সাগরতলে খোঁজ মিলল পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৩, ১০:৪২
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৩, ১০:৪২
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৩, ১০:৪২
কিছুদিন আগে গ্রিনল্যান্ডের বরফের নিচে পাওয়া গিয়েছিল কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের চাইতেও বড় একটি গিরিসঙ্কট। এবার প্রশান্ত মহাসাগরের নিচে খুঁজে পাওয়া গেলো বিশালাকৃতির একটি আগ্নেয়গিরি। এর নাম টামু ম্যাসিফ। এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে বৃহৎ আগ্নেয়গিরি বলে ধরা হয় হাওয়াই এর মনা লোয়া আগ্নেয়গিরিকে কিন্তু টামু ম্যাসিফ এর সামনে সেটা নিতান্তই শিশু। এমনকি সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি, মঙ্গলের অলিম্পাস মনস এর চাইতেও মাত্র ২৫ ভাগ ছোট এটি। এ সংক্রান্ত গবেষণার মূল লেখক হলেন ইউনিভার্সিটি অফ হাউস্টন এর ভূবিজ্ঞানী উইলিয়াম সেগার এবং এই তথ্য প্রকাশিত হয়েছে Nature Geoscience জার্নালে।

- ট্যাগ:
- বিজ্ঞান
- আগ্নেয়গিরি
৪৬ মিনিট আগে
৪৮ মিনিট আগে
৪৯ মিনিট আগে