
ছবি সংগৃহীত
সহজে ব্রণ দূর করবে অ্যালোভেরা ফেসপ্যাক
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৪, ০৪:৩৯
ত্বকের সুরক্ষা ও ত্বকের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে। তাই আজকে আপনাদের ত্বকে ব্রণের সমস্যা সমাধানে রইলো অ্যালোভেরা জেলের তৈরি কিছু ফেসপ্যাক। ব্রণের চিকিৎসায় অ্যালোভেরা অন্যতম সেরা উপাদান। যে কোনো পার্লারেও ব্রণের সমস্যায় অ্যালোভেরা ফেসিয়াল করতেই বলা হয়। এখন আর কষ্ট করে পার্লার যেতে হবে না, অ্যালোভেরা ফেসপ্যাক দিয়ে নিজেই করে নিন পার্লারের ফেসিয়াল। ব্রণ যে কোনো ধরণের ত্বকেই হতে পারে। তবে সবচাইতে বেশি যন্ত্রণা করে তৈলাক্ত ত্বকে। এই ব্রণের সমস্যা দূর করার জন্য কত কিছুই না করেছেন আপনি। কত ক্রিম মেখেছেন, পার্লারে গিয়েছন। কিন্তু তাতেও কি ব্রণ দূর হয়েছে? হয়নি। বরং এত গুলো টাকা বেরিয়ে গেছে পকেট থেকে। আজ তাই আমরা নিয়ে এলাম ব্রণ দূর করার দারুণ এক পদ্ধতি। এতে টাকা আপনার মোটেও খরচ হবে না। কিন্তু খুব সহজেই দূর হবে ব্রণের উপদ্রব,ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ
বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা পাতা ব্যবহার করলে ফলাফল বেশি পাওয়া যাবে কিন্তু প্রয়োজনে এটা সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য।
- -একটি অ্যালোভেরা পাতা নিয়ে এর গোড়ার দিকের অংশ কেটে নিন। এরপর কাটা অংশটি নিচের দিকে ধরে রাখুন।
- -এতে করে পাতা থেকে হলদেটে একটি রস বের হবে। এই রসটি পুরোপুরি বের না হওয়া পর্যন্ত এভাবেই রাখুন পাতাটি। এই হলদেটে রসটি ফেলে দিন।
- -হলদেটে রস পড়া বন্ধ হলে পাতাটি ভালো করে ধুয়ে নিন। এরপর পাতার দুইদিকের কাঁটা ভরা অংশ কেটে ফেলে দিন।
- -কাঁটা ফেলে দেবার পর পাতার সবুজ অংশ চেঁছে ফেলে দিন ও ভেতরের স্বচ্ছ জেলের মত অংশ সংরক্ষণ করুন। এটাই অ্যালোভেরা জেল, যা আপনি ফেসপ্যাকে ব্যবহার করতে পারবেন।