
এই ১৩ লক্ষণ দেখে বুঝবেন সম্পর্কটি টিকছে না
সম্পর্কে টানাপোড়েন আসতেই পারে। তবে যখন সেই টানাপোড়েনই প্রতিদিনের বিষয় হয়ে ওঠে, তখন নিজেকে জিজ্ঞেস করতে হয়—এই সম্পর্ক কি আদৌ টিকিয়ে রাখা সম্ভব? কিছু স্পষ্ট লক্ষণ আছে, যা আপনাকে বুঝিয়ে দেবে হয়তো সম্পর্কটা আর আগের মতো নেই। এ সময় উচিত নিজের মনের কথা শুনে এবং বাস্তবতা বুঝে সামনে এগোনো।
সম্পর্ক ভাঙার ১৩ লক্ষণ
১. শারীরিক, মানসিক বা অর্থনৈতিক, যেকোনো ধরনের নির্যাতনই সম্পর্ককে বিষিয়ে তোলে। পরিস্থিতি আরও প্রতিকূলে চলে যায়, যখন নির্যাতনকারী নির্যাতনের বিষয়টি অস্বীকার করে।
২. বৈবাহিক সম্পর্কে যদি সম্মান হারিয়ে যায় এবং সেই অবস্থার পরিবর্তনে দুজনের কেউই আগ্রহ না দেখায়, তখন ধরে নিতে হবে সম্পর্কটি শেষ হতে চলেছে।
৩. যখন পরস্পরের প্রতি যত্ন ও ভালোবাসার জায়গাটা দখল করে নেয় নির্লিপ্ততা, তখন সম্পর্কটি চূড়ান্ত পর্যায়ে যেতে পারে।
৪. সম্পর্কের ভালো ও খারাপ দিক বিচার করতে গেলে যদি খারাপটাই বেশি মনে হয়।
৫. সামান্য মতপার্থক্যও যখন বড় ঝগড়ায় রূপ নেয় এবং কেউই তার অবস্থান থেকে একচুলও নড়তে না চায়।
৬. সঙ্গী যদি কোনো প্রকার নেশায় আসক্ত হয় এবং আসক্তিকে অস্বীকার করে বা চিকিৎসা নিতে চায় না।
৭. যখন অনুভূতি বা ভাবনাচিন্তা ভাগাভাগি করতে গেলে সঙ্গীর অনাগ্রহ দেখা যায়।
৮. প্রয়োজনীয় কথার বাইরে সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে কথা হয় না যখন।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্কের টানাপোড়েন