প্রয়োজনীয় ১০ গৃহস্থালি টিপস জেনে নিন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১৩:৩৫

ঘর-গৃহস্থালির কাজ সামলানো চাট্টিখানি কথা নয়। ছোটখাট সমস্যাও কখন যে অনেকটুকু সময় নিয়ে নেয়, টেরই পাওয়া যায় না। গৃহস্থালির কাজ সহজ করতে কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিতে পারেন। 



  • বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটোর মাঝে এক চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

  • কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

  • বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।

  • গ্রিন্ডারের ব্লেড পরিষ্কার করতে ভেতর চাল দিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর গ্রিন্ডার বারকয়েক চালু করুন। দূর হবে ভেতরে জমে থাকা ময়লা।

  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করে প্রতি তাকে লেবুর টুকরা রেখে দিন। ছোট বাটিতে ভিনেগার রাখলেও উপকার পাবেন।

  • হাঁড়ি-কড়াই থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে।

  • ওল, কচু অথবা কচুশাক রান্না করার সময় কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

  • হাত থেকে কাঁচা মাছ অথবা পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে টমেটোর রস ঘষে নিন। লবণ ঘষলেও উপকার পাবেন।
    চালের ভেতর নিমপাতা দিয়ে দিন। পোকামুক্ত থাকবে চাল।

  • সাদা কাপড় থেকে হালকা কোনও দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর দুটি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজে কাপড় ডুবিয়ে রাখুন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও