
ছবি সংগৃহীত
ফারজানা ব্রাউনিয়া
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:৫৮
ফারজানা ব্রাউনিয়া বাংলাদেশ এবং বহির্বিশ্বে বাংলাভাষীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এক নাম। তিনি গ্ল্যামার গার্ল নামেও পরিচিত। ফারজানা ব্রাউনিয়া স্বপ্ন দেখেছিলেন সংবাদপাঠিকা হওয়ার। হয়েছেন সফল উপস্থাপিকা ও নির্মাতা। ফারজানা ব্রাউনিয়ার বিয়ে হয়েছে লন্ডন প্রবাসী মিনহাজ কিবরিয়ার সঙ্গে। মিনহাজ লন্ডনের একজন পরিচিত এডফিল্ম মেকার। তার জন্মদিন ১৩ ফেব্রুয়ারি। ২০০০ সালে বিটিভিতে সংবাদপাঠিকা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। ইংরেজি সংবাদ পাঠ করতেন তিনি। ২০০১ সালে বিটিভিতেই তাঁর ডাক পড়ে 'নবাগত' অনুষ্ঠানটি উপস্থাপনার। সংবাদপাঠ ও উপস্থাপনা তখন পাশাপাশি চলতে থাকে। ভিন্নমাত্রার উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়ার যে কয়টি হাতেগোনা উদাহরণ আমাদের দেশে রয়েছে, তার অন্যতম একজন ফারজানা ব্রাউনিয়া। মিডিয়ার প্রতি তার চিরন্তন আগ্রহের জায়গা থেকেই এক সময় তিনি যুক্ত হন চ্যানেল আইয়ের সাথে। তিনি জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এ সব অনুষ্ঠানের মধ্যে রয়েছে গেম শো লেটস মুভ, রাজনীতিভিক্তিক শো হাঁড়ি কড়াই রান্নার লড়াই, চ্যানেল আই সেরা কণ্ঠ অন্যতম। এসব অনুষ্ঠানে কখনও কখনও তিনি লাইভ উপস্থাপনাও করেছেন। ব্রাউনিয়া একজন নির্মাতাও। ২০০৬ সালে নির্মাতা হিসেবে প্রথম কাজ 'চান্স ৫০-৫০'। 'সেরাকণ্ঠ'র দ্বিতীয় আসর তিনিই নির্মাণ করেন।
- ট্যাগ: