নেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইট পরিচালনা বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, নিরাপত্তা ও নেপালের নিষেধাজ্ঞার কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে কাঠমান্ডুগামী নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামীকাল (বুধবার) দুপুর ২টা পর্যন্ত ওই রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। নেপাল সরকারের সিদ্ধান্ত ও নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।