ছবি সংগৃহীত

পৃথিবীর সবচাইতে বৃদ্ধ ৫ নারী (দেখুন ছবিতে)

Fatema Khatun
লেখক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৫, ১৬:০১
আপডেট: ১২ জানুয়ারি ২০১৫, ১৬:০১

(প্রিয়.কম) - আজকাল কারো কাছে বয়স আসলে কোন ব্যাপারই না, কারণ এই জীবনেরই তো কোন ভরসা নেই! কখন কে কার আগে কত বছর বয়সে চলে যায় তার কোন নিশ্চয়তা আছে নাকি? কিন্তু তারপরেও আমরা আশা করি আমাদের এই সুন্দর পৃথিবীটিতে যুগ যুগ ধরে বেঁচে থাকতে। তবে যুগ যুগ ধরে পৃথিবীতে মানুষের জন্ম নেয়ার নিয়মটা ঠিক থাকলেও, মানুষের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কোন নিয়ম কিন্তু নেই। তাই তো দেখা যায় কোন এক পরিবারে ১০০ বছরের কোন এক বৃদ্ধ নর/নারী বেঁচে আছেন, কিন্তু ঠিক তাঁদেরই সন্তানদের মধ্যে হয়তো অনেকে বেঁচে নেই। যাই হোক, সবাই যেন এই সুন্দর পৃথিবীতে দীর্ঘজীবী হয় সেই প্রত্যাশা রেখে আপনাদের জন্য আজ হাজির করা হল ১৮০০ সালের শেষের দিকে জন্ম নেয়া ৫ জন বৃদ্ধ মহিলার ছবি, যারা এখনো বেঁচে আছেন এই পৃথিবীতে। চলুন তাহলে দেখে নিই তাঁদের!

ছবির এই বৃদ্ধ মহিলাটি ইউনাইটেড স্টেটে বসবাসরত এবং উনার নাম ‘ সুজানাহ মুশেত জোন্স’। ১১৫ বছরের এই বৃদ্ধ মহিলাটি জন্ম গ্রহন করেন ১৮৯৯ সালের ৬ জুলাই।
১১৬ বছর বয়সী মিসাও অকাওয়া নামের এই বৃদ্ধ মহিলাটি থাকেন জাপানে। উনি পৃথিবীর বয়োজ্যেষ্ঠা বৃদ্ধা, তিনি ১৮৯৮ সালের ৫ মার্চ জন্ম গ্রহন করেন।
গারট্রাড অয়েভার নামের এই ১১৬ বছরের বৃদ্ধ মহিলাটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক দ্বিতীয় বৃদ্ধা। ১৮৯৮ সালের ৪ জুলাই তিনি আমেরিকায় জন্মগ্রহন করেন।
ওপরের ছবির এই বৃদ্ধ মহিলাটি হলেন ইউরোপের মধ্যে সবচেয়ে বয়স্ক মহিলা। তিনি বর্তমানে ইটালিতে আছেন। তাঁর নাম ইম্মা মরানো, বয়স ১১৫ বছর এবং ১৮৯৯ সালের ২৯ শে নভেম্বর তিনি জন্মগ্রহন করেন।
১১৫ বছর বয়সী এই বৃদ্ধার নাম জেরালিন টেল্লি, উনি ইউনাইটেড স্টেটে থাকেন। ১৮৯৯ সালের ২৩ মে তিনি জন্মগ্রহন করেন। তথ্যঃ boredpanda.com