রেকর্ড উষ্ণ গ্রীষ্মের পর ব্রিটেনে প্রথমবার ধান ফলেছে।
ক্যাম্ব্রিজশায়ারের ইলি থেকে কয়েক মাইল উত্তরে নতুন বানানো ধানক্ষেত থেকে দেশের প্রথম এ ফসল তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপিন্সসহ বিভিন্ন জায়গা থেকে ধানের ৯টি জাত নিয়ে শীতে সেগুলো রোপন করা হয়েছিল; ১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এ বছরই সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখেছে ব্রিটেন, আর তার মধ্যেই ধান গাছগুলো বেড়ে ওঠে।