ছবি সংগৃহীত

পুরাতন মোবাইলের নতুন বাজার অনলাইনে

techadmin
লেখক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:৪১
আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:৪১

দেশে ইন্টারনেটের ব্যবহার যতই বাড়ছে এবং বাংলাদেশে কেনা-বেচার ক্ষেত্রে অনলাইন মাধ্যমকে যতটাই প্রাধান্য দেওয়া হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে ততটাই জনপ্রিয়তা পাচ্ছে সেকেন্ড হ্যান্ড পণ্যের আদান প্রদান। পরিসংখ্যান অনুযায়ী অনলাইনে বাজারে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইলের মাধ্যমে।

দেশের সর্ববৃহৎ অনলাইন বিপণন মাধ্যমে বিক্রয় ডট কম থেকে প্রাপ্ত এক পরিসংখ্যান থেকে জানা যায় যে সকল প্রকার অনলাইন অ্যাডের শতকরা ৭০ ভাগ হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইলের। গত ছয় মাস আগে, জুন’১২ থেকে কার্যক্রম পরিচালনা শুরুর পর থেকে এই ক্লাসিফাইড ওয়েবসাইটটি এখন পর্যন্ত এক লক্ষেরও বেশি ফ্রি অ্যাড গ্রহন করেছে। আর এই পরিসংখ্যান অনুযায়ী বোঝা যায় যে ইন্টারনেটে মোবাইলের বাজার বেশ বৃহৎ। বিক্রয় ডট কম এ সেকেন্ড হ্যান্ড মোবাইলের লেনদেন দেশব্যাপী শতকরা ৮২ ভাগ বৃদ্ধি পেয়েছে। সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রয়ের প্রধান শহরগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী। সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রয়ের সর্ববৃহৎ কেন্দ্র ঢাকায় এখন পর্যন্ত ৯০ লক্ষের বেশি মূল্যের মোবাইল ফোন বিক্রি হয়েছে। তবে অতি সম্প্রতি একমাত্র চট্টগ্রাম ছাড়া বাকি সব শহরে মোবাইল ফোনের ধার্যকৃত মূল্য হ্রাস পেয়েছে। বিক্রয় ডট কম এ বিক্রিত মোবাইলের মূল্য সাধারনত ১ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে। বিক্রয় ডট কম এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমীনের মতে, বাংলাদেশে অনলাইন শপিং কিংবা ট্রেডিং এর ধারনা তুলনামূলকভাবে নতুন। তবে এই প্রাপ্ত পরিসংখ্যান থেকে বোঝা যায় যে এই মাধ্যমের চাহিদা ক্রমবর্ধমান। এখন এত মানুষ অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় শুরু করছে, যে মোবাইল ক্রয়-বিক্রয়ের আদর্শ মাধ্যমে পরিনত হয়েছে এটি। এই বর্ধনশীল চাহিদা বজায় থাকলে আশা করা যায় যে মোবাইল ক্রয়ের ক্ষেত্রে এখন মানুষের প্রথম পছন্দ হবে অনলাইন মাধ্যম। অনলাইনে সেকেন্ড হ্যান্ড পণ্য খোজার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের সহায়তার লক্ষ্যে ২০১১ সালে যাত্রা শুরু করে বিক্রয় ডট কম (Bikroy.com) এর। এই ওয়েবসাইটটিতে গ্রাহকেরা যেকোন জিনিস ক্রয় বা বিক্রয় করতে পারবেন। এখানে গ্রাহকেরা স্থানীয়ভাবে ক্রয় বা বিক্রয় করতে পারবেন যার ফলে আলাদাভাবে কোথাও ভ্রমন করতে হবে না এবং কোন ঝুঁকি থাকবে না।