
সঞ্চয়পত্রে সুদহার কমানোয় ব্যাংক খাতে নির্ভরতা বাড়বে সরকারের
যুগান্তর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১৮:১৮
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার সঞ্চয়পত্র বিক্রির লাগাম টেনে ধরেছে। কমিয়েছে সুদহার। এর ফলে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যাংক থেকে বেশি বেশি ঋণ করলে বেসরকারি খাতে ঋণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, যা পক্ষান্তরে বিনিয়োগ ও কর্মসংস্থানের অন্তরায় হয়ে দাঁড়াবে।
সঞ্চয়পত্রের সুদহার কমানোয় সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, পেনশনার গ্রুপ ও ঝুঁকিপূর্ণ বয়স্ক নাগরিকদের ওপর। সঞ্চয়পত্রে তারা বিনিয়োগ করবে না। কিন্তু বাজেট বাস্তবায়নে যে টাকার প্রয়োজন হবে, সরকার তা সঞ্চয়পত্র থেকে খুব বেশি নিতে পারবে না। এর ফলে ব্যাংকের দ্বারস্ত হতে হবে সরকারকে।