You have reached your daily news limit

Please log in to continue


বৈষম্য ও যৌন হয়রানির অভিযোগ, স্পেসএক্সের বিরুদ্ধে মামলা

বৈষম্য, যৌন হয়রানি ও প্রতিশোধপরায়ণতার অভিযোগে স্পেসএক্স ও এর এক জ্যেষ্ঠ কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন কোম্পানিটির এক সাবেক নিরাপত্তা ব্যবস্থাপক।

২০২২ সালে নিয়োগ পাওয়ার পর সিনিয়র কনট্র্যাক্টর প্রোগ্রাম সিকিউরিটি অফিসার হিসেবে পদোন্নতি পান জেনা শামওয়ে। শামওয়ে অভিযোগ করছেন, কোম্পানির জ্যেষ্ঠ কর্মী ড্যানিয়েল কলিন্স বেশকিছু নীতিমালার লঙ্ঘন করেছেন এবং পরবর্তীতে এ তথ্য সরকারের কাছে গোপন করেছেন। কলিন্স কোম্পানিটির সরকারি প্রকল্পে সিকিউরিটি কমপ্লায়েন্স পরিচালনার জন্য নিয়োগ পেয়েছিলেন।

২০২৪ এর ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, স্পেসএক্স নিরাপত্তা প্রটোকলে ত্রুটির জন্য ফেডারেল পর্যালোচনার মধ্যে ছিল।

নিউ ইয়র্ক টাইমসের মতে, কলিন্স ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ লঙ্ঘন বিষয়ে কোম্পানিতে রিপোর্ট করাকে নিরুৎসাহিত করেছিলেন এবং যথাযথ ছাড়পত্র নেই এমন ব্যক্তিদের নির্বাহীদের গোপন মিটিংয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। এই অভিযোগ ও আরও কিছু বিষয়ে অন্তত তিনটি ফেডারেল তদন্ত শুরু হয় কোম্পানিটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

শামওয়ের অভিযোগ অনুযায়ী, তিনি যে পরিচালক পদে আগ্রহী ছিলেন সে পদে তাকে আবেদন করার সুযোগই দেওয়া হয়নি। আর ওই পদে নিয়োগ পান কলিন্স। ২০২৪ সালের বসন্তে কলিন্স ওই উর্ধ্বতন পদে নিয়োগ পাওয়ার পর তার কর্ম পরিবেশই বদলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন