
ছবি সংগৃহীত
দূরে রাখুন ত্বকের বলিরেখা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১২:১৪
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১২:১৪
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১২:১৪
সীমাহীন ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সুযোগ কই। আর এভাবেই অযত্ন অবহেলায় ধীরে ধীরে ম্লান হয়ে যায় আমাদের ত্বকের উজ্জ্বলতা। এভাবে আর কেন? এবার যত্ন নিন আপনার ত্বকের। দূর করুন বয়সের ছাপ আপনার ত্বক থেকে। ত্বকের বলিরেখা প্রসঙ্গে রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলে, ত্বকে বলিরেখা পড়ে বয়সের কারণে। এই সমস্যা দূর করতে প্রথমে প্রয়োজন আপনার জীবন যাপন পরিবর্তন। এবং পর্যাপ্ত বিশ্রাম। আর ২৫ বয়স পার হলেই অ্যান্টি-রিংকেল ক্রিমের হাতে দিতে পারেন ত্বকের যত্নের দায়ভার। আপনার সামান্য চেষ্টাও কিন্তু বলিরেখা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে। জেনে নিন ব্যাপারগুলো
- রাতে ঘুমানোর আগে তুলায় ক্লিনজার নিয়ে ত্বক পরিষ্কার করে মুখে-গলায় অ্যান্টি-রিংকেল ক্রিম ব্যবহার করুন। চোখে প্রতিদিন আই জেল বা ক্রিম ব্যবহার করুন। কেনার আগে ব্র্যান্ড এবং মেয়াদের তারিখ আছে কিনা তা দেখে নিন।
- অফিসে যাওয়ার সময় ব্যাগে ছোট্ট বোতলে টোনার, ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে নিন। কাজের ফাঁকে একটু টোনার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ক্রিম লাগান। ত্বক শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচবে। তারপর কমপ্যাক্ট পাউডার লাগান। অনেকটা সতেজ ভাব আসবে চেহারায়।
- আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে টোনার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান। শুষ্ক ত্বকে প্রতি দুই ঘণ্টা পরপর ক্রিম লাগানো উচিত। আর যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা অ্যাসট্রিনজেন্ট লোশন দিয়ে মুখ পরিষ্কার করবেন। এরপর পানিযুক্ত ময়েশ্চারাইজার লাগান।
- তৈলাক্ত ত্বকে বলিরেখা খুব দেরীতে পরে। তবুও ডিমের সাদা অংশ, মুলতানি মাটি ও শসার রস মিশিয়ে প্যাক তৈরি করে ব্যাবহার করতে পারেন এই ত্বকে।
- কাঠবাদাম পেস্ট এর সাথে ডিমের কুসুম মিশিয়ে নিন। এরপর এতে দুধের সর বা অলিভ অয়েল মিশিয়ে ১০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে বেশ কাজ দেবে প্যাকটি।
প্রথম আলো
| গাজীপুর সদর
৩৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
১ ঘণ্টা, ৪০ মিনিট আগে
১ ঘণ্টা, ৪২ মিনিট আগে
১ ঘণ্টা, ৪০ মিনিট আগে
১ ঘণ্টা, ৪২ মিনিট আগে
১৪ ঘণ্টা, ২৫ মিনিট আগে
১৯ ঘণ্টা, ১৮ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৩৯ মিনিট আগে
২২ ঘণ্টা, ৫৩ মিনিট আগে
২২ ঘণ্টা, ৫৫ মিনিট আগে