ছবি সংগৃহীত

দীপিকার ‘ট্রিপল এক্স’ মুক্তির তারিখ ঘোষণা

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৬
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৬

ছবি: সংগৃহীত।
(প্রিয়.কম) হলিউডের পর্দায় বলিউডের জনপ্রিয় নায়িকাকে দেখার জন্য অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অনেকের মনেই প্রশ্ন, কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে ভিন ডিজেল আর দীপিকা পাড়ুকোনকে! সেই ভক্তদের জন্য এল ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির মুক্তির তারিখ।

trtহলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেল ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করলেন। জানালেন, আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিটি। প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এই কথা ঘোষণা করে হয়েছে।

ছবিতে যে চরিত্রে দীপিকা অভিনয় করছেন, তার নাম সেরেনা। ছবিতে তাঁর সহ অভিনেতা হিসেবে থাকছেন, রুবি রোজ, স্যামুয়েল কে জ্যাকসন, নীনা ডোহরে, ডনি ইয়েন, কোনোর ম্যাকগ্রেগর ও টোনি ঝা। আর অবশ্যই ভিন ডিজেল।