
ছবি সংগৃহীত
জেনে নিন ৫ রকম গোলাপের হরেক রকম ভাষা!
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৩, ১৩:৪০
আপডেট: ২৪ নভেম্বর ২০১৩, ১৩:৪০
আপডেট: ২৪ নভেম্বর ২০১৩, ১৩:৪০
গোলাপ ছাড়া কি উপহার সমাপ্ত হয়? অনেক দামী দামী উপহার কেনার পরেও একটি গোলাপ ফুল না দিলে যেন উপহার দিয়ে মনে প্রশান্তি মেলে না। গোলাপের আবেদন এতোটাই বেশি যে যুগ যুগ ধরে হাজারো রকমের ফুলের প্রচলন ঘটেছে কিংন্তু গোলাপের চাহিদা একটুও কমেনি। বরং যুগের সাথে সাথে বিভিন্ন রঙের গোলাপের ব্যবহার বেড়েছে অনেক। উপহার দেয়ার জন্য ফুলের দোকান থেকে যে কোনো রঙের একটি গোলাপ কিনে দিয়ে দিলেই কি হয়? এক এক রঙ এর গোলাপের আছে এক এক রকমের অর্থ। ভুল রঙের গোলাপ দিয়ে দিলে উপহার দেয়ার উদ্দেশ্যটাই ভেস্তে যেতে পারে। তাই ভুল মানুষকে ভুল রঙের গোলাপ দিয়ে বিড়ম্বনায় পড়তে না চাইলে জেনে নিন বিভিন্ন রঙ এর গোলাপের এর ভাষা গুলো।
লাল গোলাপ

গোলাপি গোলাপ
গোলাপি গোলাপ আভিজাত্য ও নারীত্বের প্রতীক। সাধারণত কারো প্রশংসা করার জন্য গোলাপি গোলাপ উপহার দেয়া হয়ে থাকে। আনন্দ প্রকাশ করতেও গোলাপি গোলাপের ব্যবহার হয়ে থাকে। কেউ অনেক সুনাম অর্জন করলেও তাঁকে গোলাপি গোলাপ দেয়ার প্রচলন আছে। সহমর্মীতা প্রকাশের জন্যও গোলাপি গোলাপ ব্যবহার করা হয়।হলুদ গোলাপ
হলুদ গোলাপ হলো বন্ধুত্বের প্রতীক। হলুদ গোলাপের উজ্জ্বল এই রঙটি আনন্দ, শক্তি ও উষ্ণ অনুভূতির প্রতীক। হলুদ গোলাপ বন্ধুত্বের বিশুদ্ধতাকে প্রকাশ করে। সবচেয়ে প্রিয় বন্ধুটির জন্য সবচেয়ে সঠিক উপহারটি হতে পারে হলুদ গোলাপ। একগুচ্ছ হলুদ গোলাপ দিলে যে কারো মনেই বন্ধুত্বের উষ্ণতা ছুঁয়ে যাবে।সাদা গোলাপ

কমলা গোলাপ
কমলা গোলাপ শক্তি ও ইচ্ছার প্রতীক। বলা হয়ে থাকে কমলা গোলাপ হলো উষ্ণতার প্রতীক। প্রশংসা কিংবা আকর্ষন প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম হলো কমলা গোলাপ উপহার দেয়া। লাল ও হলুদের সংমিশ্রণে কমলা গোলাপ গুলো একই সঙ্গে বন্ধুত্ব ও ভালোবাসা প্রকাশ করে। বন্ধুত্বের থেকে ভালোবাসার পথে এক পা এগিয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে একটি কমলা গোলাপ।- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- গোলাপের অর্থ
২৪ মিনিট আগে
২৫ মিনিট আগে
২৭ মিনিট আগে
১২ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
১২ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
২০ ঘণ্টা, ২৯ মিনিট আগে
২০ ঘণ্টা, ৩১ মিনিট আগে