ছবি সংগৃহীত

গোলাম ফরিদা ছন্দা

farzana akter
লেখক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৪:৪৮
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৪:৪৮

ছোটপর্দার নন্দিত অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। পরিবার ছন্দার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তবে তিনি ঢাকাতেই বড় হয়েছেন। ২০০১ সালে ছন্দা নন্দিত নির্মাতা সতীর্থ রহমানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের যমজ ২টি কন্যা সন্তান আছে নাম টাপুর-টুপুর। টাপুর-টুপুর বাবা সতীর্থ রহমানের রচনা ও পরিচালনায় 'খোলস' নাটকে অভিনয় করেছেন। যেভাবে যাত্রা শুরু শৈশব থেকেই সাহিত্য ও দেশীয় সংস্কৃতির ওপর ছন্দার ভীষণ দুর্বলতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন তিনি মঞ্চের সঙ্গে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি 'বর্ণচোর', 'ম্যাকবেথ', 'ইডিপস', 'ডলহাউস'সহ বেশ কটি দর্শকনন্দিত মঞ্চ নাটকে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে 'এভাবেই গল্প শুরু' শিরোনামের নাটকের মধ্যে দিয়ে তার টিভি পর্দায় অভিষেক ঘটে। নাটকটি পরিচালনা করেছিলেন সতীর্থ রহমান। এরপর তিনি একে একে 'কাজল কালো দিন', 'একজন আয়না লস্কর', 'মা', 'স্ত্রীর পত্র'সহ অসংখ্য জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দেন। তার অভিনীত নাটক তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- নরেশ ভূঁইয়ার 'নোঙ্গরখানা', সকাল আহমেদের 'কাঠগড়া', মোস্তফা কামাল রাজের 'সার্কেল', হাসান শিকদারের 'পয়মন্ত', সতীর্থ রহমানের 'মন যে কারো কথা শুনে না', অরুণ চৌধুরীর 'কাহিনী', আল হাজেনের 'দুই টাকার বাহাদুরি', 'নূরজাহান' ও মামুনুর রশিদের নতুন একটি ধারাবাহিক।