
ছবি সংগৃহীত
কিভাবে ভিডিও ক্লিপ কাট এবং জয়েন করবেন (ভিডিও)
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৪১
আপনি চাইলে যেকোনো ভিডিও আপনার পছন্দমত কাট এবং জয়েন করতে পারবেন। একটি ভিডিওর যেটুকু অংশ আপনার দরকার ঠিক ততটুকু সিলেক্ট করে তা কেটে নিতে পারবেন। এছাড়া যেকোনো দুটি ভিডিও একসাথে জোড়াও লাগাতে পারবেন।
ভিডিও ক্লিপ কাট এবং জয়েনের জন্য Boilsoft Video Splitter এবং Boilsoft Video Joiner নামের দুটি সফটওয়্যার লাগবে।
নিচে ভিডিও ক্লিপ কাট এবং জয়েনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হলঃ
প্রথমেই Boilsoft Video Splitter এবং Boilsoft Video Joiner সফটওয়্যার দুটি ডাউনলোড করে ইন্সটল করুন। এখন দেখবেন আপনার ডেস্কটপে সফটওয়্যার দুটির আইকন দেখাচ্ছে।
ভিডিও ক্লিপ কাট করার প্রক্রিয়াঃ
১) Boilsoft Video Splitter ওপেন করুন এবং আপনি যে ভিডিওটির কোন নির্দিষ্ট অংশ কাটতে চাচ্ছেন তা টেনে Boilsoft Video Splitter এর বক্সে ফেলুন।
২) এখন ভিডিওর যে অংশ থেকে কাট করতে চান তার শুরুর স্থান সিলেক্ট করে ‘{’ ক্লিক করুন। অনুরুপভাবে শেষ স্থান সিলেক্ট করে ‘}’ ক্লিক করুন এবং Split Now তে ক্লিক করুন।
৩) সরাসরি কাট করতে চাইলে Direct Stream Cut সিলেক্ট করে ok চাপুন এবং সেভ করুন।
ভিডিও ক্লিপ জয়েনের প্রক্রিয়াঃ
১) Boilsoft Video Joiner ওপেন করুন।
২) এখন যে ভিডিও দুটি আপনি জোড়া লাগাতে চান তা সিলেক্ট করে টেনে Boilsoft Video Joiner এর মধ্যে ফেলুন।
৩) তারপর Merge এ ক্লিক করে Ok চাপুন এবং সেভ করুন।
৪) এখন দেখবেন ভিডিও দুটি একসাথে জয়েন হয়েছে।
নিচের ভিডিওতে সমস্ত প্রক্রিয়াটি দেখানো হয়েছেঃ
[video:https://www.youtube.com/watch?v=3foz63gFt0g&feature=youtu.be]