
ব্যবসায়ীদের জন্য ‘জেমিনাই এন্টারপ্রাইজ’ চালু করল গুগল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১৭:৩৮
ব্যবসায়ীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম জেমিনাই এন্টারপ্রাইজ চালু করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
বৃহস্পতিবার নতুন এআই প্লাটফর্মটি উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্টটি। এ উদ্যোগের মাধ্যমে নিজেদের এআই পরিষেবার আওতা আরও বিস্তৃত করে কর্পোরেট গ্রাহকদের আকৃষ্টের প্রচেষ্টা জোরদার করছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি।
গুগল বলেছে, কোম্পানিটির সর্বাধুনিক এআই মডেলের মাধ্যমে পরিচালিত হবে জেমিনাই এন্টারপ্রাইজ। নতুন এআই টুলটি ‘কথোপকথনমূলক’ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে কর্মীরা তাদের কোম্পানির তথ্য, নথি ও বিভিন্ন অ্যাপ্লিকেশনের সঙ্গে সহজেই চ্যাটিং বা যোগাযোগ করতে পারবেন।