ছবি সংগৃহীত

কচুরিপানা

priyo.com
লেখক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৫, ০৩:০০
আপডেট: ২৯ অক্টোবর ২০১৫, ০৩:০০

(প্রিয়.কম) কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ এর আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট কচুরিপানা পানির উপরপৃষ্টের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। এর কান্ড থেকে দীর্ঘ তন্তময় বহুধাবিভক্ত মূল বের হয়, যার রং বেগুনি-কালো। একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকশণীয় ৬ পাঁপড়ি বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয়। কচুরিপানা সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আইকরনিয়া গণটি গঠন করেছে। ছবিটি রামা বাজার সংলগ্ন নয়াপাড়া থেকে তোলা।

ছবি: বাংলার চোখ